প্রথমেই বলব দাদা এই অসুস্থ শরীর নিয়ে আপনি সকালের খাবার বিকেল চারটায় খেলে কি করে হবে? নিজের শরীরের দিকে একটু যত্ন নিয়েন। তারপর আপনার লেখাটা চমৎকার হয়েছে। ছেলে বেলার দারুন অনুভূতি শেয়ার করেছেন আপনি। আপনার গল্পটা পড়ে আমারও ছোটবেলায় ভিউ কার্ড গুলোর কথা মনে পড়ে গেল। বিভিন্ন অকেশনে আমরা এগুলো চালাচালি করতাম। খুবই মজার ছিল ।আর আপনার বন্ধু আপনার উপরে রেগে নিশ্চয়ই লেখাটা লিখেছিল।আর শেষের লাইনটা ছি ছি লজ্জা শরম বলে কিছু নেই মেয়েটার এই লাইনটা চমৎকার ছিল ।মেয়েটি কি লিখেছিল? তা তো বললেন না।