বোনকে ডাক্তার দেখানো।
চলুন শুরু করা যাক আমার আজকের পোস্ট টি।
গত চার বছর এর বেশি সময় বোন স্কিন এর সমস্যা তে ভুগছে।এর মধ্য শুরুতে আমরা যে চিকিৎসা করছিলাম সেটা অনেক ব্যায় বহুল এবং এক পর্যায়ে বাজারে ঔষধ ঠিকঠাক পাওয়া যায় নি, ও সেই ঔষধ ক্রয় ক্ষমতা ও আমাদের নাগালের বাহিরে যায়।
প্রথম যে ডাক্তার দেখাইছিলাম সে বলছিলো এটি শ্বতী রোগ। যদিও একটু ভালো হয়ে গিয়েছিলো, হঠাৎ গত বছর শেষ দিকে এটি আবার বের হয়। তাই ডিসেম্বরে ঢাকা এসে ডাক্তার দেখাই। ডাক্তার দেখে কিছু ঔষধ দিয়েছিলো।
আর এক মাস পর কিছু টেস্ট করে দেখা করতে বলছিলো।
তাই গত বুধবার টেস্ট রিপোর্ট নিয়ে আমি বোন আর মামা মিলে গেলাম ডাক্তার এর কাছে। আমাদের সিরিয়াল ছিলো চার নম্বার যদি ও আমরা গিয়ে দেখি বারো নম্বার সিরিয়াল চলে।
ডাক্তার এর রুম এ বোন আর মামা ঢুকলো আর আমি বাহিরে বসে ঈশ্বর কে ডাকতে লাগলাম যেন সব ভালো হয়।
তারপর বোন দেখি হাসতে হাসতে বের হলো। বললো এটি শ্বতী নয় এবং শ্বেতীর দিকে যাবেও না। এটি একটি এলার্জি।যার জন্য স্কিন এমন সাদা সাদা হয়ে যাচ্ছে। আগের ঔষধ আর সাবানের সাথে নতুন একটি ঔষধ
দিলো।
আর আমার বোন টক খাইনি আজ ৪ বছরের মতে।আর আমি ও খাই নি। কারন প্রথম ডাক্তার বোন কে টক খেতে বারন করছিলো।
টক খাওয়া যাবে শুনে বোন আর ও খুশি।
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। দিনশেষে একটাই চাওয়া সবাই ভালো থাকুক সুস্থ থাকুক।ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.