স্বরসতী পুজা ২০২৫।

in আমার বাংলা ব্লগ4 days ago
সবাই কে আমার নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি ও সুস্থ আছি। আজ আপনাদের মাঝে আবার ও আসলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ আপনাদের মাঝে শেয়ার করব পুজার কিছু সুন্দর ও আনন্দের মুহুর্ত।আজ সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী স্বরসতী পুজা ছিলো।

IMG_20250203_104505.jpg

চালুন শুরু করা যাক আমার আজকের পোস্ট টি।

আজ ৩/০২/২০২৫ বিদ্যার দেবী স্বরসতী পুজা। স্বরসতী পুজা ছাত্র-ছাত্রী দের সহ সকলের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। কারন তিনি বিদ্যার দেবী শিল্পের দেবী, তিনি আমাদের জ্ঞান , বুদ্ধি, বিদ্যা দিয়ে থাকে।
যেহেতু আমি এখনো ছাত্র তাই অনেক নিষ্ঠার সাথে।আমি পুজা টি করার চেষ্টা করি।

আজ সকালে ৬ টায় উঠে ঘর বাড়ি পরিষ্কার করে নিয়ে আমি স্নান করে আগে ঘরে প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলাম। আর অন্য দিকে বোন তৈরি হচ্ছিলো।

IMG_20250203_080520.jpg
তারপর আমি আর বোন বেরিয়ে পড়লাম আমার স্কুল এর উদেশ্যতে মানে যে স্কুল থেকে আমি মাধ্যমিক পাশ করেছি।
গোবিন্দগঞ্জ বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়।
সাথে আমার আর বোনের দুটো করে বই আর মিষ্টি নিয়ে গিয়েছিলাম।
সকালে খুব ঠান্ডা ছিলো আর স্কুলে কেউ ছিলো না তাই হাতে হাতে কিছু কাজ করলাম আর সুযোগ পেয়ে কিছু ছবি তুললাম।

IMG_20250203_085314.jpg

IMG_20250203_084504.jpg
এরপর অঞ্জলী দিলাম তারপর কিছু ফুল বই এর ভিতর নিয়ে প্রসাদ নিয়ে চলে আসলাম । বাসায় এসে দেখি বাবা দই আনছে বসে মজা করে প্রসাদ আর দই খেলাম।

IMG_20250203_125620.jpg
এবার আর অন্য কোথাও যাই নি। স্বরসতী মা কে বললাম অর্নাস টা ভালো করে পাশ করাও। বোন এর এস এস সি, এইচ এস সি সহ সব পরীক্ষা ভালো করে পাশ করাও। সকলের শিক্ষা জীবন সাফল্য মন্ডিত করো।
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। ভুল ত্রুটি গুলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

Sort:  
 4 days ago 

Screenshot_2025-02-03-22-01-39-116_com.android.chrome.jpg

Screenshot_2025-02-03-22-01-01-547_com.coinmarketcap.android.jpg

Screenshot_2025-02-03-22-00-36-614_com.android.chrome.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 days ago 

সরস্বতী পূজায় স্কুলে গিয়ে অঞ্জলি দিয়েছেন জেনে বেশ ভালো লাগলো। সরস্বতী পূজা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সরস্বতী বিদ্যার দেবী। সকল ছাত্রছাত্রীরা খুব মন দিয়ে প্রতি বছর সরস্বতী পুজো করে। বেশ মজা করে প্রসাদ খেয়েছেন দেখছি। আমার তো প্রসাদ খেতে খুব ভালো লাগে। সরস্বতী পূজা নিয়ে লেখা পোস্ট করে বেশ ভালো লাগলো দাদা।

 3 days ago 

ধন্যবাদ দিদি আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।