আমার তোলা ফটোগ্রাফি।।।
চলুন শুরু করা যাক আমার আজকের ফটোগ্রাফি পোস্ট টি।
১ নং ছবি।।
এটি হচ্ছে এক্সরে রুম। আমি জীবন এ প্রথম এই রুম এ ঢুকছিলাম দীদার এক্সরে করানোর জন্য। আর এক্সরে করা দেখার আমার খুব ইচ্ছা ছিলো। দীদার জন্য সেটা পুরন হলো।
২ নং ছবি।।
আমার এমনি হাসপাতাল নাম শুনলেই ভয় লাগে। এই ছবি টি তুলেছিলাম প্রথম যে রাতে দীদাকে ভর্তি করানো হয়। তখন রাত ২ টা বাজে। সেদিন হাসপাতাল বেশ ফাঁকা ছিলো। আমি বারান্দায় একা দাঁড়িয়ে ছবি তুলেছিলাম।
৩ নং ছবি।।
এই বিড়াল টি অনেক সুন্দর ছিলো। এটি আমাদের পাশের বেডের রোগির বিড়াল ছিলো। ও ফিডার করে দুধ খায়। পুরো হাসপাতাল ছোটাছুটি করে।রোগিরা বিড়াল দেখেই সুস্থ হয়ে যাচ্ছিলো।
৪ নং ছবি।।
এই ছবি টি হাসপাতালের বারান্দায় বসে তুলেছিলাম। বিকালের দিকে আর ভালো লাগছিলো না তখন প্রকৃতির এই সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছিলো।তখন ও হালকা ঠান্ডা ছিলো আর এই মিষ্টি রোদ সব মিলিয়ে আমার বেশ ভালো লাগছিলো।
৫ নং ছবি।।
এটি হয়তো কৃষ্ণচূড়া গাছ। এটি ও হাসপাতালের ভিতর লাগানো ছিলো। হাসপাতালে আর ও অনেক গাছ ছিলো। ফুল গুলো ছিলো অনেক সুন্দর। তাই ছবি টি তুলেছিলাম।
যাইহোক আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের ফটোগ্রাফি পোস্ট টি। ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।
Device : xawmi Mt 9i.
location
Upvoted! Thank you for supporting witness @jswit.