শীতকালে করণীয় বিষয়গুলো

snow-7646952_1920 (2).jpg

Source

বর্তমানে এশিয়া মহাদেশের দেশগুলোতে শীত পড়া শুরু হয়েছে এবং বাংলাদেশ ও ভারতের বেশ কিছু অঞ্চলে তীব্র শীতের খবর পাওয়া যাচ্ছে। এমত অবস্থায় আমাদের শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। যেমন বিভিন্ন ধরনের জর, ঠান্ডা, কাশি এছাড়াও শরীর ব্যথা থেকে আরও বিভিন্ন ধরনের সমস্যায় সবাই পড়ছে। কিন্তু আমাদের নিজের প্রতি একটু যত্ন নিতে হবে তাহলে হয়তো আমরা সেইসব জীবাণু থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো। তেমন কিছু বিষয়গুলো আজকে আপনাদের সামনে শেয়ার করব তবে চলুন শুরু করি।

শীতকালে অনেকেই গোসল করা কমিয়ে দেয়। এই বিষয়টা একেবারেই করা ঠিক নয়। আপনার গোসল করা অত্যাবশ্য। আপনি গরম পানি দিয়ে হলেও গোসল প্রতিনিয়ত করার চেষ্টা করবেন। এছাড়াও শীতকালে আমরা পানি খাওয়া কমিয়ে দেই। যার কারণে আমাদের শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে শুরু করে। এছাড়াও মাঝে মাঝে হাইড্রোড হয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে। শীতকালে আবহাওয়া অনেক সুস্ক থাকে যার কারণে খুব সহজেই জীবাণু আমাদের শরীরে চলে আসে এবং শীতকালে আমরা যদি ত্বকের সঠিকভাবে যত্ন না নেই তাহলে বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ ও হতে পারে।

নিজের শরীরকে সবসময় উষ্ণ রাখার চেষ্টা করবেন। কারণ শীতকালে শীত লাগবে এটা তো স্বাভাবিক বিষয় কিন্তু আপনার শরীরকে যেন সবসময় উষ্ট রাখার রাখতে পারেন সেই ব্যবস্থা আপনি গ্রহণ করবেন। তা না হলে একটু ঠান্ডা লাগলেই ঠান্ডা সময় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। যার কারণে খুব সহজেই জ্বর কাশি এবং ঠান্ডা জনিত বিভিন্ন রোগের খুব সহজেই আক্রান্ত হয়ে যায়।

শীতকালে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করতে হবে এবং সেই সাথে যদি আপনি সকালে উঠে একটু হাটাহাটি করার চেষ্টা করেন সে ক্ষেত্রে আপনার শরীরের জন্য অনেক উপকারী হবে। প্রতিনিয়ত গোসল করবেন এবং ঠিকভাবে নিজের শরীরকে উষ্ণ রাখার চেষ্টা করবেন এছাড়াও গোসল করে উঠে তেল মালিশ করাটা খুব অত্যন্ত জরুরি। কারণ আমাদের স্কিনগুলো অনেকটাই সুস্ক হয়ে থাকে। এমত অবস্থায় রয়েছে এই ধরনের সমস্যা অনেক বেড়ে যায়। আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Sort:  
 5 days ago 

শীতকালে যারা গোসল কমিয়ে দেয় এবং পানি খাওয়া কমিয়ে দেয় তাদের জন্য উপকারী একটি পোস্ট লিখেছেন। আসলেই শীতকালে ঠান্ডা লাগবে এটা স্বাভাবিক কিন্তু আমাদের নিজেদের শরীরকে সুস্থ এবং উষ্ণ রাখার জন্য প্রতিরোধী দায়িত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে। আসলেই গোসল করে আমাদের তেল মালিশ করা জরুরী নয়তোবা ত্বক মলিন হয়ে যায়। আমাদের প্রত্যেকের উচিত স্বাস্থ্যবিধি মেনে শীতকালে জীবন পরিচালনা করা।