না বলতে শিখুন

say-no-3218695_1920.png

Source

মানুষকে কোন কাজে না বলতে পারাটাও খুব বড় একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে যায়। ব্যক্তিগতভাবে আমি অনেক জায়গায় কাজ করেছি এবং এই বিষয়ে বারবার সম্মুখীন হয়েছি আমি কখনোই কারো মুখের উপরে কোন কিছুতে না বলতে পারি না। এর অনেকগুলো কারণ রয়েছে। কারণ যে মানুষটা আমার কাছে প্রত্যাশা করেছে কোন একটি কাজ করে দেওয়ার জন্য সেখানে কিভাবে তার মুখের উপরে না বলে দেই। কারণ এই বিষয়গুলো আমাকে বারবার ভাবায় এবং নিজের কাছেই বারবার প্রশ্নবিদ্ধ হই।

তাই বলে যে সবসময় যে কোন কাজেই না বলে দিবেন সেটা আসল ঠিক নয়। ধরুন আপনার ব্যক্তিগতভাবে কিছু কাজ রয়েছে, আপনি ব্যক্তিগতভাবেই অনেকটা ব্যস্ততার সময় পার করছেন। এমন অবস্থায় যদি আপনার কোন কাজের কথা বলা হয় সে ক্ষেত্রে অবশ্যই আপনি সেটা মুখ থেকে বলতে হবে। যে বর্তমানে আমি অনেক ব্যস্ত রয়েছি এবং এই কাজগুলো বর্তমানে আমার দ্বারা করা সম্ভব নয়। এতে করে আপনারও ব্যস্ততা কমে যাবে এবং অন্যরাও কষ্ট কম পাবে।

জীবনে ভালো কিছু করতে গেলে অবশ্যই এমন একটি মানুষকে ফলো করতে হবে। যে মানুষটা সফলতার শিখরে উঠে গেছে এবং সেই মানুষটার কাছ থেকেই উপদেশ নিয়ে আস্তে আস্তে করে নিজেকেও এগিয়ে নিয়ে যেতে হবে। এর জন্য যা করা প্রয়োজন তাই করতে হবে সবসময় মনে রাখতে হবে, সব কাজ করে গাধার মতো কাজ করে কোন লাভ নেই। এই বিষয় টি আপনার জন্য জরুরী। সেই কাজটি শুধুমাত্র করুন এবং নিজের সময়গুলোকে নিজের ব্যক্তিগত ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজে লাগান। দেখবেন ভালো কিছু করতে পারবেন।

যে সকল মানুষেরা না বলতে পারে না, সে সব মানুষেরা সবসময় গাধার মত তিনি খাটতে থাকে এবং এই বিষয়টা পরবর্তীতে এমন একটা পর্যায়ে চলে যায় সেক্ষেত্রে পরে সেখান থেকে আপনি আর বেরিয়ে আসতে পারবেন না। যাইহোক আজকের মত এখানে শেষ করছি আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Sort:  
 6 days ago 

না বলা সমস্যাটা আমার নিজের ভেতরেও রয়েছে। তবে আমার কাছে মনে হয় না বলা সমস্যাটা দূর করা উচিত। যদি কোন কাজ ভালো না লাগে তবে সুন্দরভাবে না বলা উচিত। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।