বদলে যাওয়ার গল্প ( পঞ্চম পর্ব)

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


শাওনের বাবা-মা মারামারি কথা শুনে শাওনকে বারবার অনুরোধ করতে লাগলো বাড়ি থেকে পালিয়ে যাওয়ার জন্য। কিন্তু শাওনের এক কথা সে কোথাও যাবে না। বাবা মায়ের সাথে কথাবার্তা বলার এক পর্যায়ে দরজায় কলিংবেলের আওয়াজ শুনতে পেলো তারা। শাওনের বাবা দরজা খুলে দেখে সেখানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে। তারা কোন কথা না বলে ঘরের ভেতর ঢুকে টেনে হিঁচড়ে শাওনকে থানায় নিয়ে গেলো। হঠাৎ ছেলের এমন বিপদে শাওনের বাবা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না।

1000000112.png

এর ভেতর তাদের প্রতিবেশী শাওনের বাবাকে পরামর্শ দিলো স্থানীয় এক রাজনৈতিক নেতার কাছে যাওয়ার জন্য। সেই রাজনৈতিক নেতা খুবই প্রভাবশালী মানুষ। শাওন যে বখাটেদের কে মেরেছে তারা আরেক রাজনৈতিক নেতার লোক। যার সাথে এই রাজনৈতিক নেতার দ্বন্দ্ব রয়েছে। তাই সে হয়তো শাওনকে সাহায্য করতে পারে। শাওনের বাবা কোনো উপায়ান্তর না দেখে তখন চলে গেল সেই রাজনৈতিক নেতার কাছে। তার কাছে গিয়ে সবকিছু খুলে বলতে তিনি শাওনের বাবাকে আশ্বস্ত করলেন আপনি কোন চিন্তা করবেন না।

আপনি বাড়িতে চলে যান। আমি শাওনকে ছাড়ানোর ব্যবস্থা করছি। কথাবার্তা শেষ হওয়ার পর শাওনের বাবা বাড়িতে ফিরে গেলো। এই ঘটনার ঘন্টা খানিক পর তারা অবাক হয়ে দেখে তাদের বাসার সামনে একটি গাড়ি এসে থামলো। সেই গাড়ি থেকে শাওন নামছে। এত দ্রুত শাওনকে বাসায় ফিরতে দেখে তার বাবা-মা প্রচন্ড অবাক হয়ে গেলো। তারা মনে করেছিল হয়তো শাওনকে কোর্ট থেকে জামিনে বের করতে হবে। কিন্তু এত দ্রুত যে সে বাড়িতে ফিরবে এটা তারা কখনো চিন্তাও করেনি। (চলবে)

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


PUSS_Banner2.png



ধন্যবাদ