স্বার্থ ছারা কেউ আপন নয়
বর্তমানে আমরা এমন একটি সমাজে বসবাস করছি, যে সমাজে প্রত্যেকটা মানুষ নিজের নিজের স্বার্থ নিয়ে পড়ে আছে। প্রত্যেকটা মানুষ নিজেদের ভালো চায়। এতে করে অপরের কোন ক্ষতি হলো সেটা আমাদের দেখার বিষয় নয়। বর্তমানে সমাজের মানুষেরা এভাবে চিন্তাভাবনা করে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা সব সময় নিজেদের স্বার্থ অনুযায়ী আমাদের জন্য যেটা ভালো হবে সেটাই শুধুমাত্র করার চেষ্টা করি। অপরদিকে অন্যরা আমার কোন কথায় কষ্ট পেল কিনা কাউকে আমি কষ্ট দিলাম কিনা এই বিষয়ে আমরা আসলে চিন্তা করি না।
পৃথিবীতে এমন মানুষ অনেক কম পাওয়া যাবে, যারা আমাদেরকে প্রকৃত অর্থে ভালোবাসে। যে ভালোবাসার পিছনে আসলে কোন স্বার্থ নেই। এমন ভালোবাসা হয়তো মা-বাবার ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। এছাড়া পৃথিবীতে আর কোন সম্পর্ক নেই। যেই সম্পর্কে কে আমি বলতে পারব এই সম্পর্কটা আমাদেরকে স্বার্থ ছাড়া ভালোবাসে। তাই জন্যই আমরা সবসময় এমন একটি ভয় ভীতির মধ্যে থাকি, বন্ধু রুপি শত্রু যদি কোনদিন আমাদের পিঠে আঘাত হানে তাহলে আমরা সেটা বুঝে উঠতেও পারি না।
আমি ব্যক্তিগতভাবে মনে করি নিজেদেরকে এমন ভাবে তৈরি করা উচিত যেন আপনি নিজের উপরে বেশি আস্থা রাখতে পারেন। নিজের উপরে বিশ্বাস রাখতে পারেন। অন্য কারো উপরে তেমন বিশ্বাস না রাখলেও আপনার নিজের উপরে বিশ্বাস রাখতে হবে এবং আপনি একজন ভালো মানুষ হিসেবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন এমন কিছু করা উচিত। তাই তো জীবনে আর যাই করেন না কেন আর স্বার্থের পিছে দৌড়াবেন না, বরঞ্চ নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করুন, ধন্যবাদ।
Interesting article that allows us to do something good every day and add some fun to life.