জেদ থেকে হোক ভালো কিছু
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
কখনো কখনো কোনো কোনো কাজে হুট করেই মানুষের মনের মধ্যে এক ধরনের জেদ চেপে যায়। শুধু যে মানুষের মনের মধ্যেই যেতে চেপে যায় তা নয়। বিভিন্ন সময় আসলে বিভিন্ন রকম ভাবেই প্রতিটি প্রাণীর মস্তিষ্কে চেপে বসে। যেমন আমরা যদি কোনো প্রাণীর দিকে তাকাই। তাহলে দেখবেন ওই কোনো প্রাণীর কোনো সঙ্গিনীকে যদি কেউ হত্যা করে কিংবা কোনোভাবে জ্বালাতন করে ওই প্রাণীটি ও কিন্তু ওই মানুষটিকে যতক্ষণ পর্যন্ত আঘাত করছে না, ততোক্ষণ পর্যন্ত শান্ত হয়ে বসে না, এগুলোই হলো জেদ।
যে শব্দটাকে আমরা সব সময় খারাপ অর্থেই ব্যবহার করি। কারণ এই শব্দটিকে আসলে আমরা একেবারে একটি নেগেটিভ শব্দ হিসেবে ব্যবহার করা শুরু করেছি। সে কারণেই এটা একটা নেগেটিভ অর্থ বহন করে।এই অর্থটিকে ঘিরে পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। অর্থাৎ এই অর্থটিকে ঘিরে কোনো খারাপ কাজও হতে পারে। আবার কোনো ভাল কাজও হতে পারে।
যেমন একটি উদাহরণ যদি আমি দেই। ধরুন, আপনি কোনো একটা ক্লাসে অনেক খারাপ রেজাল্ট করলেন এবং তার কারণে আপনাকে সম্পূর্ণ ক্লাসের কাছে অনেক ছোট করা হলো কিংবা সবার সামনে অপমান করা হলো। তো এরপরে আসলে যদি আপনার মধ্যে একটা জেদ চেপে যায় যে, আপনার যে করেই হোক ক্লাসে প্রথম হতে হবে। সবচেয়ে বেশি ভালো হতে হবে পড়াশোনায়। তখন কিন্তু আপনার ওই জেদ আপনাকে অনেক দূর নিয়ে যাবে। আপনাকে সফলতার চূড়ায় পৌঁছে দেবে। আসলে আমরা চাইলেই যে থেকে ভালো কিছু করা খুব বেশি সম্ভব। কারণ ভালো কোনো কিছু করতে হলে খুব যে অনেক কিছু প্রয়োজন হয়, তা নয়। শুধুমাত্র নিজের জেদকে কাজে লাগিয়েই অনেক কিছু করা সম্ভব। তাই আমি এটাই বলতে চাই যে, আমাদের মনে যদি কখনো জেদ চেপে যায়। তবে সেটা হোক কোনো ভাল কাজের জন্য।
যে কোন জিনিসের পজিটিভ এবং নেগেটিভ দুটোই বিদ্যমান। তবে জেদ থেকে যদি ভালো কিছু করার চেষ্টা করি তাহলে কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো আমরা। যেমন আপনি পরীক্ষার উদাহরণ দিয়েছেন। স্টাডিতে যদি কোন ছাত্র বা ছাত্রী ভালোভাবে লেখাপড়া করার জেদ ধরে বসে তাহলে অবশ্যই তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। খারাপ বিষয়ে জেদ করে বসলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই আমাদের উচিত জেদ আমাদের ভালো কাজের জন্যই করতে হবে। তবেই আশা করা যায় ভালো কিছু হবে।