ব্যাবসা না চাকরি


network-connections-8585083_1920.jpg

Source

চাকরি ভালো নাকি ব্যবসা। এই বিষয়গুলো নিয়ে সেই আদিকাল থেকেই বিভিন্ন ধরনের বাধ-বিধানটা কিংবা কথাবার্তা চলে আসছে। আমরা অনেকেও এখনো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি এবং এই বিষয়গুলো নিয়ে এখনো অনেক গভীরভাবে বিশ্লেষণ চলে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি চাকরি থেকে ব্যবসা করাটা বেশি সুবিধা জনক। প্রথমত যে সুবিধাটা পাওয়া যায় সেটা হচ্ছে নিজের ব্যক্তি স্বাধীনতা। আপনি যখন চাকরি করবেন তখন আপনার ব্যক্তি স্বাধীনতা আপনার নিজের কাছে থাকবে না বরঞ্চ সেটা অন্যজনের কাছে হস্তান্তর করা থাকবে।

ব্যক্তিগতভাবে আমি নিজেও দুই বছরের মত চাকরি করেছিলাম এবং চাকরিতে যে কত ধরনের প্যারা এবং কত যে সমস্যার সম্মুখীন হতে হয়। সেটা আসলে যারা চাকরি করেন তারাই ভালো বলতে পারেন। অপরদিকে যখন আপনার একটা ব্যবসা চালু করতে চাই তখন কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হয়। প্রথম কয়েক বছর সেই ব্যবসাকে দাঁড় করাতে নিজের ঘাম অনেকটাই কষ্ট হয়ে যায়। তবে ব্যবসার ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতা রয়েছে। এই বিষয়টা আমরা অনেকেই বুঝতে পারি না এর থেকেও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে।

আপনি যে জায়গায় চাকরি করেন এর জন্য নিম্নতম কিছু কোয়ালিফিকেশন দরকার। আপনি চাইলেই আপনার ছেলেকে সেই জায়গায় চাকরি দিতে পারবেন না। কিন্তু আপনি যখন একটি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাবেন সেক্ষেত্রে সম্পদ স্বরূপ আপনার ব্যবসাটাকে আপনার ছেলের কাঁধেও দিতে পারবেন। এটাই হচ্ছে সবথেকে বড় পার্থক্য বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন তা অবশ্যই মন্তব্য জানাতে পারেন ধন্যবাদ।

ABB.gif

Sort:  

都不好做,哎

I think it's more prudent to work before starting a business, as you can first learn how to solve the problems faced in entrepreneurship through your job. This way, the success rate of starting a business is higher, and there will also be some capital accumulated before entrepreneurship. If the overall environment is really bad, with insufficient funds and no good opportunities, it's best not to start a business.