গুরু পাপে লঘু দন্ড

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা সবসময় বাগধারা পড়তে পছন্দ করি কিংবা এক কথায় প্রকাশের ব্যাপারগুলো বেশ পছন্দ করি। অর্থাৎ আমি ছোটবেলায় কথা বলছি। ছোটবেলায় কিন্তু আমরা অনেক অনেক বাগধারা শুনেছি, পড়েছি। তো তেমন একটি পরিচিত বাগধারা হলো লঘু পাপে গুরু দণ্ড। এর অর্থ টাও একেবারেই সাধারণ এবং সহজ। সেটা হলো, খুব কম পাপ করাতে অনেক বড় বা বেশি শাস্তি দেওয়া, এটাই হলো গুরু দন্ড।

তবে বর্তমানে আমি যে একটা বিষয় দেখলাম। অর্থাৎ আমার জীবনের সাথে সম্পর্কিত বলা চলে। অর্থাৎ আমার পরিচিত মানুষদের মধ্যেই। তো তিনি আসলে যেটা দেখলাম যে, তার সাথে একজন বেশ বড় দোষ করেছে বলা চলে, একেবারে ফ্রড করেছে।তো ফ্রড করার পরে আসলে যেটা দেখলাম। সেটা হলো যে, তাকে তিনি খুব কম শাস্তি দিয়েছেন। অর্থাৎ উনার ঐ পাপের তুলনায় শাস্তির পরিমাণ যদি হিসেব করি। তাহলে শাস্তিটা যেনো একেবারে চুনোপুঁটি।

তাই আমি যেটা মনে করি যে যতোটুকু পাপ কিংবা শাস্তি, ক্ষমা ততোটুকুই হওয়া উচিত। কারণ আমরা বেশিরভাগ সময় দেখি যে অনেক অনেক কম কম দোষ করা সত্ত্বেও অনেক বেশি শাস্তি পায়। আবার এমন অনেক দেখি যে কোনো পাপ করা ছাড়াই, কোনো দোষ, ক্ষতি কিছু করা ছাড়াই অনেক বড় শাস্তি পেয়ে যায়। অন্তত যেটা সে ডিজার্ভ করে না।আমার মতে, এমনটা করা উচিত নয়।কারণ এতে করে এক পক্ষের সাথে যেমন অন্যায় করা হয়। ঠিক তেমনভাবেই এক পক্ষের সাথে আবার কোনো শাস্তি দেওয়া হয় না। এবং যে শাস্তি পায় না তার কিন্তু কখনোই শিক্ষা হয় না।তাই গুরু পাপে লঘু দন্ড দেওয়া আমি মনে করি উচিত নয়। অর্থাৎ যার যা প্রাপ্য তার সাথে তেমনটাই করা উচিত।

ABB.gif