বাস্তবতা নিষ্ঠুর
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমরা সাধারণত যেভাবে ভাবি আমাদের জীবন আসলে ঠিক তেমন হয় না। অর্থাৎ আমার কাছে যেটা মনে হয় যে আমরা যেভাবে ভাবি আমাদের জীবন যদি সত্যিই তেমন হতো। তাহলে কতোই না ভালো হতো। কারণ আমরা সাধারণত যেভাবে ভাবি, হয় তার ঠিক উল্টো। আসলে বাস্তবতা অনেক বেশি কঠিন। আমরা সাধারনত যেভাবে ভাবি বাস্তবতা যেনো তার উল্টোটা ঘটে এবং সে কারণে আসলে বাস্তবতা যখন তার নিষ্ঠুরতম রূপ দেখায়। তখন মানুষ একেবারে নাজেহাল হয়ে যায় তার কারণ হলো বাস্তবতার করাঘাত অনেকেই সহ্য করতে পারে না। শুধু অনেকেই বললে ভুল হবে। অর্থাৎ কেউই সহ্য করতে পারে না।
বাস্তবতার নিষ্ঠুরতম ছোঁয়ায় আসলে মানুষের জীবন এক এক সময় এতোটাই করুন হয়ে ওঠে। যেটা হয়তো অনেক সময় চোখে দেখা যায় না। কিন্তু কিছুই করার থাকে না। কারণ সৃষ্টিকর্তা আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন একটি পরীক্ষা ক্ষেত্রের মতন করে। অর্থাৎ আমাদের সব সময় পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় এবং সে কারণেই আসলে এই নিষ্ঠুর বাস্তবতার আমাদের সম্মুখীন হতে হয়। আর আমরা যতোক্ষণ পর্যন্ত নিষ্ঠুর বাস্তবতার সম্মুখীন না হচ্ছি। ততোক্ষণ পর্যন্ত আসলে আমাদের ওই বাস্তবতার যে কি পরিমাণ গুরু দায়িত্ব কিংবা যা-ই হোক না কেনো, সেটা আমরা বোধ করতে পারি না অর্থাৎ বোধদয় হয় না।
কিন্তু অনেক সময় তেতো ওষুধ যেমন আমাদের খেতে হয় শুধুমাত্র রোগ সারানোর জন্য। ঠিক একই ভাবে মাঝেমধ্যে অর্থাৎ মাঝেমধ্যে নয় সব সময় আমাদের এই নিষ্ঠুর বাস্তবতাকে মেনে নিতে হয়, আমাদের জীবনের স্বার্থেই। কারণ নিষ্ঠুরততম জীবনের পরেই কিন্তু আসে এক সুখময় সময়।যে সময়ে আমরা আমাদের জীবনে একটা শান্তির মুহূর্ত কাটাই।