প্রথম দিক থেকে হেডফোনে গান শোনাটা অনেকটা মজার বিষয় নিজের কাছে মনে হতো। আটটায় অনেকগুলো হেডফোনও কেনা হতো। এখনো দেখছি প্রায় পাঁচ-ছয়টি হেডফোন ব্যবহার করতেন। একা সময় হেডফোন ব্যবহার করতে বেশ মজাই লাগতো। তবে যাক ৫০০ টাকায় অনেক ভালো একটি হেডফোন পেয়েছেন এটা জেনে খুব ভালো লাগলো দাদা ধন্যবাদ শেয়ার করার জন্য।