একটা সময় এই ধরনের বিষয়গুলো অহরহ ঘটতো। কারণ তখন বসতি ছিল কম এবং ঝড় জঙ্গল ছিল বেশি যার ফলে এই ধরনের ঘটনাগুলো বেশি ঘটতো। মানুষ অন্ধকারে ভয় পেত মানুষের শরীরে জ্বীন বা অন্য কোন দোষের সমস্যা হতো। আপনার মেয়েকে হুজুরকে একটু দেখাতে গিয়ে আপনি যেসব ঘটনা গুলো বর্ণনা দিয়েছেন এই ঘটনাগুলো কিন্তু আসলে প্রায় জায়গায় ঘটে থাকে। জেনেরা অনেক সময় মেয়ে সুন্দরী মেয়ে অথবা ছেলেরা দেখলে তাদের শরীরে উপর ভর করে। আর এসব করাতে কিছু কিছু হুজুর আছে যারা অতিরিক্ত টাকা নিয়ে থাকে। সামান্য একটা কাজে এই হুজুর আপনার কাছে ৮ হাজার টাকা চেয়েছে কিন্তু অন্য হুজুর সেখানে এক হাজার টাকা চেয়েছে। এমন অনেক হুজুর আছে যারা এটা নিয়ে ব্যবসা করে। যাক আপু আপনার মেয়ের সুস্থতা কামনা করছি।
আসলে ভাইয়া আমার মেয়ে মাশাআল্লাহ, যাইহোক ভাইয়া দোয়া করবেন যেন আল্লাহ মাপ করে। ধন্যবাদ আপনাকে।