ক্রিয়েটিভ রাইটিং :-বেশি চালাক অল্পতেই ধরা খায়।

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমার আলোচনার বিষয়টি হলো বেশি চালাক অল্পতেই ধরা খায়। আশা করি আজকের বিষয়বস্তু নিয়ে আলোচনাটি আপনাদের ভালো লাগবে। তাই শুরু করছি আমার আজকের ব্লগ...


gull-9321651_1280.webp

Source

আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে হোক ছেলে কিংবা মেয়ে মাঝেমধ্যে তারা এমন কিছু করে এমন কিছু ভাবনা চিন্তা করে বসে মনে হয় যেন তারা অতি চালাক। তাতে কার্যক্ষেত্র দেখলে মনে হয় যেন এরা কখনোই কোন কিছু করতে পারে না বা করলেও এরা ধরাছোঁয়ার বাইরে থাকবে। কিন্তু কথাই বলে অতি চালাকের গলায় দড়ি। বেশি চালাকি করতে গেলে নিজের ধরা নিজেই খাই। দেখবেন গ্রাম্য ভাষায় একজন কথা বলে নিজের ক্ষতি মানুষ নিজেই করে অন্য কেউ ক্ষতি করতে আসে না। মানুষ সমাজে বসবাস করে আর সমাজ কিছু পরিবার নিয়ে গঠিত হয়। এই সমাজে পরিবারের কিছু মানুষ থাকে যারা হিংসুক। যাদের মনে থাকে অন্যের জন্য প্রতিহিংসা। যে হিংসায় সে নিজেই জ্বলে হয়তোবা মাঝখান থেকে মানুষের একটু ক্ষতি করে। তবে এই ক্ষতির মধ্য দিয়ে যদি সে নিজেকে জয় যুক্ত মনে করে তাহলে সে সেটা ভুল করে। কেউ কারোর ক্ষতি করতে পারেনা নিজের ক্ষতি নিজেই করে আর এজন্যই আমাদের সাবধান হওয়া উচিত। বর্তমানে সমাজের মানুষগুলো যেন একটু বেশি উশৃংখল। কারো সুখ সইতে পারে না কারোর ভালো থাকাটা কেউ যেন ভালো চোখে দেখতে পারে না। আর এগুলো যে কেন করে সেটা আমার বুঝে আসেনা।


বর্তমান সমাজে অনেক মানুষ রয়েছে যারা নিজেকে বেশি চালাক ভাবে। তবে দেখবেন দিনশেষে এই চালাকের গলায় দড়ি পড়ে। হয়তোবা তাদেরকে প্রথমদিকে চেনা যায় না বোঝা যায় না বা ধরাও যায় না। অতীত চতুরুতার সাথে তারা সব কাজগুলো সম্পন্ন করতে চাই। কিন্তু একটা কথা রয়েছে চোর যখন চুরি করে তখন দেখবেন কোন না কোন একটা প্রমাণ রেখেই যাই। আজকে আমি একটা সিনেমার কথা বলব আপনাদের উদাহরণস্বরূপ, একটা সিনেমা দেখছিলাম সেই সিনেমা একজনকে হত্যা করা হয়। ইনভেস্টিগেশনে গিয়ে এই হত্যাকারীকে শেষ পর্যন্ত ধরা পরে কিভাবে জানেন একটা কুকুরের মধ্য দিয়ে। অর্থাৎ যখনই ফোনটা করা হয় তখন সেখানে একটা কুকুর ছিল আর এটাই ছিল হত্যাকারীর জীবননাশের কারণ। আমি এটা বোঝাতে চেয়েছি মানুষ অল্প একটু ভুলেই ধরা খাই। তাই নিজেকে যদি কেউ অতি চালাক ভাবে তাহলে সে ভুল ভাববে। কারণ বাপের উপরও বাপ থাকে। আর যে বেশি পাপ করে এই পাপ বাপকেও ছাড়ে না। সুতরাং নিজেকে শুধরানোর কিছু সময় থাকে সেই সময়টা ব্যবহার করাটাই উত্তম। প্রত্যেকটা মানুষ মানুষকে ভালোবাসে কিন্তু সেই ভালোবাসা সরলতার সুযোগ নিয়ে যদি ক্ষতি করে তাহলে সেটা সে ভুল করবে। নিজেকে যদি চালাক মনে করে যদি অন্যকে পাগল সাজানো হয় তাহলে এটাও তার ভুল হবে। কারণ কেউ যদি মুখ বুজে বসে থাকে জানবেন সে অনেক জ্ঞানী। আর জ্ঞানী মানুষ কখনো মূর্খতার মত ঝগড়া করে না।


পৃথিবীতে এমন অনেক উদাহরণ রয়েছে যারা নিজেকে অতি চালাক ভাবে কিন্তু দিনশেষে তারা এমন একটা বিপদে পড়ে সে বিপদ থেকে রক্ষা করার জন্য আর কেউ থাকেনা। আপনারা অনেকে আমার সাথে একমত হবেন, অনেক মানুষ চালাকি করে মানুষের ক্ষতি করে। যে ক্ষতিগ্রস্ত হয় সে হয়তো বা সামরিক সময়ের জন্য কষ্ট পাই। জীবনে চলার পথে অনেকটা পিছিয়ে যাই। তাই বলে এই নয় যে সে ধ্বংস হয়ে যায় কারণ আল্লাহ তার পাশে থাকে। মানুষ কখনো মানুষের ঠ্যাং ধরে নিচে নামাতে পারে না। কারন আল্লাহ যদি কাউকে উপরে তুলতে চাই কেউ নিচে নামাতে পারবে না। সমাজে অনেক মানুষ রয়েছে কিন্তু যারা মানুষের ভালো দেখতে পারে না। নিজের চতুরুতা দিয়ে তাদেরকে সব সময় ঠকাতে চেষ্টা করে। কিন্তু দিনশেষে দেখা যায় ওইসব ঠকবাজ মানুষগুলো ধোঁকায় পড়ে নিজেই বোকা হয়ে যায়। তবে একটা কথা না বললেই নয় এ ধরনের মানুষের কাছ থেকে কিন্তু কিছুটা হলেও দূরে থাকা উত্তম। কারণ যারা খারাপ হয় তাদের মান সম্মানের কোন ভয় থাকে না। আর যাদের মান সম্মানের কোন ভয় থাকে না তারা অনেক নিচে নামতে পারে। তারা নিজের স্বার্থ উদ্ধারের জন্য সব রকম পন্থা অবলম্বন করতে পারে। তাই আমি মনে করি সচেতন মানুষ হিসেবে নিজেকে এই ধরনের মানুষ থেকে দূরে থাকা বা সাবধানে থাকাটাই উত্তম।


আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।

ডিভাইস poco M2
লোকেশন মেহেরপুর


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার দুইটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 months ago 

একদম ঠিক বলছেন আপনি। এমন মানুষ আছেন তারা খুবই চালাকি করে চলতে চেষ্টা করে থাকেন। কিন্তু দেখবেন কোন এক জায়গায় না এক জায়গায় আটকে পড়ে যায়। কারণ এই চালাকি গুলো মানুষ মানুষকে বোকামি করার জন্য মানুষকে ঠকানোর জন্য করে থাকি। যেখানে সততা নেই সেখানে কখনো মানুষ বেশি দিন টিকে থাকতে পারে না।

 2 months ago 

কিছু কিছু সময় চালাক পাগলের থেকেও বেশি নিম্নমানের কাজ করে থাকে যেটা পরবর্তীতে তার বিপদে কারণ হয়ে দাঁড়ায়।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

Screenshot_2025-01-13-21-18-48-961_com.twitter.android.jpg

 2 months ago 

Screenshot_2025-01-13-21-09-56-301_com.android.chrome.jpg

 2 months ago 

Screenshot_2025-01-13-21-09-11-475_com.peak.jpg

 2 months ago 

দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি ভাইয়া বলেনা অতি চালাকের গলায় দড়ি। বুদ্ধিমান ভালো তবে অতিরিক্ত চালাক ভালো না। যে যত চালাকি করবে। সে ততো ধরা খাবে। ঠিক বলেছেন ভাইয়া? কেউ কারো ক্ষতি করে শান্তি পায় না। বলেনা পরের জন্য কুয়া খুঁজলে সে সেই কুয়াতে নিজেকে পড়তে হয়।

 2 months ago 

আপনি অতি চমৎকারভাবে মন্তব্য করেছেন আপু আপনার কথাগুলো সত্যিই অনেক ভালো লেগেছে ধন্যবাদ।

 2 months ago 

কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি। মানুষ অন্যের ক্ষতি করতে চায় নিজের ক্ষতি নিজেই করে। ঠিকই বলেছেন ভাইয়া।মানুষ নিজের পায়ে নিজেই কুড়াল মারে। অতিরিক্ত চালাক ভালো না। বেশি চালাকি করতে গেলে নিজেরই ক্ষতি হয়। দারুন একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন ভাইয়া। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো।

 2 months ago 

তবে বর্তমান সমাজে এ ধরনের মানুষের সংখ্যা কিন্তু বেশি। আর এমন অবস্থাতে তাদের ভবিষ্যতে কি অবস্থাটা হয় সেটা জানে তারপরও তারা সেই পথেই হাঁটে।

 2 months ago 

যারা নিজেকে অতিরিক্ত চালাক মনে করে তারা প্রকৃতপক্ষে একটা বোকা। চালাকি কখনো ঢেকে রাখা যায় না। যেকোনো মুহূর্তে যে কোনভাবেই ধরা পড়বে।

 2 months ago 

যারা এই কাজটি করে থাকে তারা জানে ধরা খাবে তারপরও তারা পড়ে থাকে। এই বিষয়টা আমার মাথায় ধরে না।

 2 months ago 

আসলে আমরা সবাই জানি যে অতি চালাকের গলায় দড়ি। আসলে দিনশেষে এই চালাক লোকগুলো জীবনে কখনো জয়ী হতে পারেনা। তাইতো জীবনে আমাদের সব সময় সাধারণভাবে জীবন যাপন করতে হবে। আসলে আর আপনি দারুন একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

সত্যি বলতে চালাকি করে বা কোন কৌশলে মানুষের ক্ষতি করা যায় কিন্তু লাভবান হওয়া যায় না।