গজল কভার :- ক্ষমা করো আমি গুনাহগার।
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো একটি গজল। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...
বর্তমান সময়ে খুব সুন্দর সুন্দর গজল বের হয়েছে। আর এইসব গজলগুলো শুনতে ভীষণ ভালো লাগে। এর আগে আমি বেশ কিছু গজল গেয়ে আপনাদেরকে শুনিয়েছি। বরাবরের মতো আজকেও একটি খুব সুন্দর গজল আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এসেছি। আজকে যে গজলটি গায়বো সেটা হলো ক্ষমা করো আমি গুনাহগার। আমরা মানুষ আর মানুষের চলার পথে অনেক ভুল ত্রুটি থাকে গুনাহ করে থাকে। তবে মানুষ ভুল করে এটা স্বাভাবিক আর ভুল করে যদি সে ক্ষমা চায় এটাই হলো সবচেয়ে মহৎ গুণ। আমরা পাপ যদি করে থাকি এবং বোন নিজের ভুল যদি বুঝতে পারি সেটা যদি আল্লাহ সুবহানাতায়ালার কাছে আমরা ক্ষমা চাই তাহলে তিনি অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন। গজলটি আপনাদের সামনে কে উপস্থাপন করতে যাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে।
দয়া করো আমি গুনাহগার আল্লাহ পরোয়ার ক্ষমা করো আমি গুনাহগার তোমার দয়া ছাড়া আমি কেমনে হবো পার মাবুদ পরোয়ার ক্ষমা করো আমি গুনাহগার
সারা জীবন করলাম মাবুদ তোমার নাফরমানি না মানিলাম তোমার হুকুম ব্যর্থ জীবনখানি (আমার) দুহাত তুলে চাইছি ক্ষমা তোমারই দরবার (মাবুদ পরোয়ার)
বিলাম পরও এই দুনিয়ার মিছে মায়ায় দ্বীন করিলাম পর কি হালতে থাকবো আমি অন্ধকার কবর (হায়রে) তুমি যদি না দাও পানাহ কোথায় যাবো আর (মাবুদ পরোয়ার)
পুন্য খাতা শুন্য আমার নাইযে কিছুই নাই তোমার দয়ার পানে মাবুদ ফিরে ফিরে চাই (আমি) জানি তুমি দয়ার সাগর গাফুরও গাফফার (মাবুদ পরোয়ার)
🥀গানের কিছু তথ্য🌹
গজল:-ক্ষমা করো আমি গুনাহগার।
🍁শিল্পী:- কথা, সুর ও শিল্পী: আব্দুল ওয়াদুদ ময়নুল।
গজল কভার:- তুহিন।
https://youtube.com/shorts/YQL4-hnIWX8?si=QD7HlmovQ3NjJHeA
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ। |
---|
আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার দুইটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
ঠিক বলেছেন ভাইয়া বর্তমানে খুব সুন্দর সুন্দর গজল বের হয়েছে। সেই গজল গুলো শুনতে খুব ভালো লাগে। এই গজল গুলো শুনলে যেন মন প্রাণ ঠান্ডা হয়ে যায়। আপনি প্রায় সময় খুব সুন্দর সুন্দর গজল শেয়ার শেয়ার করেন যা শুনতে খুব ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর একটি গজল কভার করেছেন। আপনার কণ্ঠে এত সুন্দর গজল শুনে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর গজল কভার করার জন্য।
আমার কন্ঠে গাওয়া গজলটি আপনার ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
গজল শুনতে ভীষণ ভালো লাগে। বর্তমান সময়ে বেশ সুন্দর সুন্দর গজল বের হয়েছে শুনতে ভালো লাগে। ক্ষমা করো আমি গুনাহগার এই গজলটি কয়েকবার শুনেছি। আপনার কন্ঠে শুনতে পেয়ে খুশি হলাম। অনেক সুন্দর করে গজলটি কভার করেছেন ধন্যবাদ আপনাকে ভাই।
আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
https://x.com/ABashar45/status/1878091737723195626?t=QCumsopq-BGO01esj74Tmg&s=19
দীর্ঘ দিন পর আপনার কন্ঠে এতো সুন্দর একটি ইসলামী সংগীত শুনতে বেশ ভালো লাগলো আমার কাছে। আপনি দেখছি খুবই সুন্দর করে পুরো সংগীত টি পরিবেশন করার চেষ্টা করেছেন। আসলে এই ইসলামী সংগীত টি আমার খুবই প্রিয় একটি ইসলামী সংগীত। যাইহোক, আপনি বেশ দারুন গাইছেন ভাইয়া।
চেষ্টা করি ভাই প্রতি সপ্তাহে একটি করে গজল কভার করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য।
এই ধরনের ইসলামিক সংগীত গুলো শুনতে ভালোই লাগে। আপনি খুব সুন্দর ভাবে ইসলামিক সংগীত কভার করেছেন। আপনার সুন্দর কন্ঠে এই ইসলামিক সংগীত শুনে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে, এত সুন্দর ইসলামিক সংগীত কভার করে শেয়ার করার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর প্রশংসা করে আমাকে আরও বেশি উৎসাহিত করার জন্য।
বেশ সুন্দর জনপ্রিয় একটি গজল আপনি কভার করলেন। এই গজলটি আমি প্রায় সময় মোবাইলে শুনে থাকি। মোবাইলে গজল গুলো দিয়ে ল্যাপটপে কাজ করতে অনেক ভালো লাগে। তাই প্রায় সময় শোনার চেষ্টা করি। আপনার কন্ঠে শুনতে পেয়ে অনেক ভালো লাগলো। সুন্দর একটি গজল কভার করে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।