Sort:  
 2 months ago 

অনেকদিন পর এভাবে বুটের হালুয়া দেখতে পেলাম। আমার খুব পছন্দের একটি খাবার। আমাদের বাসায়ও আগে প্রায় এভাবেই বুটের হালুয়া রান্না করে কেটে রাখত। অনেকদিন হয়ে গেল আমাদের বাসায়ও এভাবে রান্না করা হয় না। আজ আপনার রেসিপিটা কিন্তু দারুণভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। পরিবেশনটা ও দারুন ছিল।

 2 months ago 

এটা করতে আসলে হাতের অবস্থা খারাপ হয়ে যায় নাড়তে নাড়তে! তাই ই হয়তো মজাদার খাবার হওয়া সত্ত্বেও রান্না করা হয় না সহজে৷