আসলেই সব সময় একই স্বাদের চিকেন খেতে ভালো লাগে না। তাই মাঝে মধ্যে কিছু পরিবর্তন এনে রান্না করলে বেশ ভালো লাগে। লেমন চিকেন বাসায় করা হয় নি কখনো। তবে আপনার ছবি দেখে বেশ লোভনীয় লাগছে। লেবুর ঘ্রাণের সাথে মিষ্টি ফ্লেভারের চিকেন - ভেবেই একটু তুলে নিয়ে খেতে ইচ্ছে করছে।