নীলক্ষেত বইপ্রেমীদের জন্য একটি আবেগের জায়গা! অন্য কাজে গেলেও, বই এর দোকান গুলো দেখলেই, যেন টানে! পকেটে টাকা না থাকলেও বইগুলো হাতে নিয়ে নেড়েচেড়ে দেখতে ইচ্ছে হয়, দরদাম করতে ইচ্ছে হয়! আমার তো ওই রাস্তায় রিক্সায় জ্যামে আটকে থাকা অবস্থাতেও বইয়ের দোকান গুলো দেখলে দৌড়ে গিয়ে বইগুলো হাতে নিয়ে নাড়তে ইচ্ছে হয়! সাথের জন আটকায় আর কি! 🙄 তবে মেট্রোতে যাতায়াতে সময় কম লাগলেও, এমন কিছু অব্যবস্থাপনার জন্য সময় লেগে যায় এবং ভোগান্তির শিকার হতে হচ্ছে ইদানীং! আমিও কিছুটা ভুক্তভোগী।
আমি এটা প্রায়ই করি। পছন্দের বইগুলো উল্টেপাল্টে দেখি। দাম জিজ্ঞেস করি দামাদামি করি হি হি হি।