বিশেষ করে শীতের সকালে এমন ভাত ভাজি খেতে আমার ভীষণ ই ভালো লাগে। একটু বেশি করে কাচা মরিচ এর ঝাল আর রসুন দিয়ে, সাথে একটু গোটা জিরা ফোড়ন দিলে আমার কাছে ভীষণ ই মজার লাগে। সোয়াবিন দেয়ায় যে আলাদা একটা ফ্লেভার যুক্ত হয়েছে, সেটা তো বলার বাহিরে! আপনার এই রেসিপি দেখে এখন আমারো খেতে ইচ্ছে করছে!
ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্য ও আমাকে উৎসাহিত করার জন্য।