এরে ভাই! সপ্তাহে একদিন হয় ক্লাস, তাও এভাবে ফাঁকি দিলে হবে!! পরে পরীক্ষার আগে চোখে সর্ষে ফুল দেখবেন যে.... ক্লাস করা থাকলে বিষয় গুলো বুঝতে সুবিধে হয়, আর পরীক্ষার আগে প্যারা কম হয়। আর উবার এর অভিজ্ঞতা তো বেশ ভালোই লাগলো!বিদেশিদের আধো-বাংলা আর তো বেশ দারুণ লাগে শুনতে। তবে রাশ ড্রাইভিং এর জন্য তারা দিচ্ছিলো ব্যাপারটা ভালো লাগে নাই যদিও। রাস্তায় বাইক চালানোর সময় নিজের সেইফটি সবার আগে ভাই!