You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ৩১৩ | বাদামকেই প্রেম ফল কেন বানানো হলো অন্য ফলও তো হতে পারত?

in আমার বাংলা ব্লগ10 months ago

কারণ তো খুবই জানা আপু! একে তো দাম কম! আপনি চাইলেই ১০ টাকার বাদাম কিনতে পারবেন। অন্য কোন ফল তো আর এম্ন সস্তায় পাবেন না! আর এর থেকেও বড় কারণ হচ্ছে, বাদাম ছিলে খেতে হয়! ছেলার সময় আবার একটা শব্দ হয়। তাই বাদাম ছিলে দিবেন যখন, তখন অপরপক্ষ কথা বলে তেমন সুবিধা পাবে না, আবার আপনার ও কষ্ট করে অপরপক্ষের কথা তেমন মন দিয়ে শোনা থেকে কিছুটা বিরতি পাবেন! আবার নিজে বাদাম ছিলে অপরপক্ষকে খেতে দিলে অপরপক্ষ ভাববে, ইশ কত্ত কেয়ারিং! তাহলে এত সুবিধা থাকতে, বাদাম কেন প্রেম ফল হবে না আপনিই বলুন!

Posted using SteemPro Mobile

Sort:  
 10 months ago 

আমার তো মনে হয় বিরতির কারণে তখন আর প্রেমটাই হবে না 😁😁।

 10 months ago 

আরে নাহ আপু! সব প্রেমের ক্ষেত্রেই একজন মানুষ বেশি কথা বলেন, আরেকজন শোনেন বেশি। তো ওই বেচারার কি আর সবসময় শুনতে ভালও লাগে বলেন? তাই কিছুটা বিরতির দরকার আছে! আর এছাড়াও মোবাইল ফোন তো আছেই... তখন তো আর বাদাম আসে না বেচারাকে উদ্ধার করার জন্য!

Posted using SteemPro Mobile