এলাম রংপুর.....

in আমার বাংলা ব্লগ2 days ago

হ্যাল্লো বন্ধুরা


প্রিয় আমার বাংলা ব্লগবাসী, সবাইকে আমার নমষ্কার /আদাব। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলে সব দিক থেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। যদিও আমি নিজে খুব বেশি ভালো নেই। ঢাকায় যেমন গরম পরা শুরু হয়েছিলো! কদিন থেকেই প্রচন্ড মাথা ব্যাথায় ভুগছিলাম। পরে আবার সঙ্গ দিতে জ্বরও চলে এসেছিলো! সেটাও ভোগালো বেশ! তাও ভালো যে সাথে আমার মাসতুতো ছোট বোন ছিলো আমার বাসায় এই পুরোটা সময়! নইলে তো আরোও অবস্থা খারাপ হতো! যাই হোক, আজ এখন কিছুটা ভালো লাগছে, তাই আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আশা করবো আমার পোস্ট টি পড়ে আপনাদের ভালো লাগবে। এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন। তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল পোস্ট এ।

IMG20250319112812.jpg


আমার ছোট মাসির মেয়ে কান্তা। এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ার এর পরীক্ষা দিলো। পরীক্ষাটা আমার বাসা থেকেই দিলো। তাই মোটামুটি ২০ দিন এর মতো সে আমার বাসাতেই ছিলো। ১৭ তারিখ ওর ফাইনাল প্রাকটিকাল পরীক্ষাও শেষ হয়েছে। তবে ওই যে, বাসায় আমার বর মশাই তো নেপাল থেকে এসেই কিছুটা অসুস্থ হয়ে পরেছিলো। উনি ঠিকমতো সারতে সারতে কদিন পর আমিও অসুস্থ হলাম। তাই পরীক্ষা শেষ হলেও আমার জন্য থেকে গেলো আরো দুই দিন! নইলে পরীক্ষা শেষ এ ঢাকা ছেড়ে বাড়ির পথ ধরতে আর লেট কে করে! তবে আজ একসাথেই এলাম বাড়িতে... আমি আমার মায়ের বাড়ি রংপুর আর কান্তা ওর বাড়ি, অর্থাৎ আমার মাসির বাড়ি কাউনিয়া। বেশ কদিনের অসুস্থতায় ভালো লাগছিলো না একদমই। আগের পোস্ট এ শেয়ার করেছিলাম মাথায়ও নানান কথা ঘুরছিলো! তাই ভাবলাম কান্তা তো যাচ্ছেই, ওর সাথে আমিও চলে যাই! যেমন ভাবা, তেমন ই কাজ! একসাথেই টিকিট করে নিলাম ডিসিশন ফাইনাল করার পরপরই। অবশ্য আমার কিছু জরুরী কাজ ও পেন্ডিং আছে, সেটাই সারতে ঈদের আগে আমার আসা টা জরুরী ছিলো।

IMG20250319121110.jpg


IMG20250319122811.jpg


বিয়ের পর থেকে বরাবর ই শাহ ফতেহ আলী বাস এ করেই আসা হয় আমার ঢাকা থেকে। আজও তাই ছিলো। আজ বাস ছাড়ার কথা ছিলো সকাল ৮:৩০ টায়। বলা যায় ঠিক সময় মতোই ছেড়েছে ( ওই ১৫ মিনিটের মতো লেইট, সেটা এলাউন্স হিসেবে কন্সিডার করেছি 🤭) । তবে আজকের জার্নি টা তুলনামূলক বেশ আরামদায়ক ই ছিলো। তুলনামূলক কম সময়ের মাঝেই ড্রাইভার সাহেব বেশ ভালো টেনে এনেছিলেন বাস টা। তাই বলে যে উড়াধূড়া টেনেছেন সেরকম না, সেইফ ড্রাইভিং ই ছিলো। যেহেতু রমজান মাস, তাই খাবার হোটেল এ যে ৪০ মিনিট এর যাত্রাবিরতি দেয় সাধারণত, সেটা ছিলো না। শুধুমাত্র ১০ মিনিট বিরতি ছিলো ফ্রেশ হওয়ার জন্য। সেদিক থেকেও সময় টা বেঁচেছে। রংপুর নেমেছি দুপুর ৩ টার দিকে। আজকের বাস জার্নিতে অবশ্য বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে। সেগুলোও অবশ্যই পরে আপনাদের সাথে শেয়ার করে নিবো। কাল আবারও জার্নি আছে, যে কাজের জন্য মূলত আগে আগে আসা। সে নিয়েও আশা করছি আপনাদের সাথে ভাগ করে নিবো। এখন আপাতত বেশ টায়ার্ড।



আজকের লেখা আর বাড়াচ্ছি না। সকলের সুস্থতা কামনা করে আমার আজকের লেখা এখানেই শেষ করছি। সাথে সকলের কাছে আমার জন্য, আমাদের জন্য দোয়ার দরখাস্ত রইলো। সকলে সাবধানে থাকবেন। শুভরাত্রি।

এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে
🌼 ধন্যবাদ 🌼

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovZPhyQZF46Jzu1RHsqJAYaFK79KURRYTTDCfs83L9hXVyhHVVfQHR1BRxtCJby4EjZZkEPu8kTbt3hCBMQWS3cpN.png

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
@rme as your proxy
witness_vote.png

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20211205_182705.jpg

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। শিক্ষগত যোগ্যতায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। দীর্ঘ ৬ বছর চাকরির পর বর্তমানে পুরোদমে একজন গৃহিণী। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।



Sort:  
 yesterday 

আপনার যাত্রার সাথে সময়গুলো হোক আরো সুন্দর ও উজ্জ্বল।

শুনেছি রংপুরে নাকি বসে
অনেক রংয়ের মেলা,
হৃদয়ের গভীর জুড়ে থাকে
নানান রংয়ের খেলা।

 5 hours ago 

অসংখ্য ধন্যবাদ ভাই 😍

Upvoted! Thank you for supporting witness @jswit.

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 2 days ago 

Screenshot_2025-03-19-23-52-03-44_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-03-19-23-51-07-32_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-03-19-23-50-43-83_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-03-19-23-49-36-43_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg