স্কিনকেয়ার প্রোডাক্ট কেনার অভিজ্ঞতা
হ্যাল্লো বন্ধুরা
|| আজ ৩১ জানুয়ারি || শুক্রবার ||
প্রিয় আমার বাংলা ব্লগবাসী, সবাইকে আমার নমষ্কার /আদাব। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলে সব দিক থেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার কৃপায় পরিবার সহ যেমন আছি, বেশ ভালো আছি। যদিও ভালো থাকার মাঝেও মাইগ্রেন এর ব্যাথা টা বেশ ভোগালো দুইটা দিন। তবুও বলবো, ভালোই আছি। আজ বরাবরের মতো আবারো আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। । আশা করবো আমার পোস্ট টি পড়ে আপনাদের ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল পোস্ট এ।
স্কিনকেয়ার বা রূপচর্চা - যে কোনো মেয়েদের মাঝেই বেশ পরিচিত শব্দ! এমনকি এখন তো দুই/তিন বছরের মেয়ে বাচ্চারাও মেক-আপ, ক্রিম, আইশ্যাডো সবই বুঝে! আসলে বিষয়টাই এমন যে কম-বেশি সকল বয়সের মেয়েই কিছুটা বুঝ হতে হতেই চায় নিজেকে কিছুটা সুন্দর করে সাজাতে। তবে আমি ছোটবেলা থেকেই বাহিরের সৌন্দর্য এর চেয়ে ভেতরের সৌন্দর্যকেই প্রাধান্য দেই বেশি। আমার মেক আপ সম্পর্কে তেমন কোনো জ্ঞান নেই বললেই চলে। আর মেক- আপ আইটেম ও তেমন নেই বললেই চলে। দুটো লিপস্টিক আর ১ টা সান প্রোটেকশন পাউডার- এই হচ্ছে আমার মেক-আপ আইটেম। এছাড়া সত্যিই মেক-আপ আইটেম বলে আমার আর কিছু নেই। আজকালকার দিনেও আমি এই দিয়েই বিয়েবাড়ির দাওয়াত ও খেয়ে আসি কনফিডেন্টলি। আগে চোখে কাজল পরতাম, এখন সেটাও বাদ দিয়েছি। তবে হ্যা, এটা ঠিক যে বেসিক স্কিনকেয়ার টা আমি করি। তাও মোটামুটি বছর তিনেক থেকে শুরু করেছি। নিয়মিত ত্বককে ক্লিন করা, ময়েশ্চারাইজ করা এবং সানস্ক্রিন ব্যবহার করা টা একদম বেসিক স্কিন কেয়ার যেটা আসলে ছেলে - মেয়ে সবার জন্যই। তবে ছেলেরা এসব নিয়ে আদৌ মাথাই ঘামায় না। ফেসওয়াশ দিয়ে যদি প্রতিদিন মুখ ধোঁয়, সেটাই যেনো ছেলেদের কাছে অনেক বেশি!
বছরের শেষে বা শুরুতে বিভিন্ন অনলাইন পেইজ এই বেশ কিছু পরিমাণ ডিসকাউন্ট দিয়ে থাকে। যদিও স্কিন কেয়ার এর ব্যাপারে আমি বরাবরই দুইটি বিশ্বস্ত পেইজ ছাড়া কেনাকাটা করি না। অন্যান্য পেইজ গুলো যতই ডিসকাউন্ট দিক না কেন! সেই দুটো পেইজের একটা পেইজ জানুয়ারিতে বেশ ভালো একটি ডিসকাউন্ট দিয়েছিলো। সেই সুযোগে আমিও আমার প্রয়োজনীয় কয়েকটি জিনিস কিনে নিয়েছি। আমি কিনেছি একটি সানস্ক্রিন, একটি টোনার এবং চুলের জন্য একটি আর্গন ওয়েল। ছাড়ের পরেও এই তিন টি প্রোডাক্ট এর দাম পড়েছিলো ৩৯১০ টাকা! বাহরের স্কিন কেয়ার প্রোডাক্ট এর এত্ত দাম ভাই! মাঝে মধ্যে তো মনে হয় ছেলেদেরই তো ভালো! ওদের এসব কিছুই লাগে না, এত টাকা খরচ করে এত প্রোডাক্ট ও কিনতে হয় না! এদিকে মেয়েদের ভাই এত টাকা দিয়ে প্রোডাক্ট কিনতেও হয় আবার একই সাথে সেই টাকা কিছুটা গায়েও লাগে তো বটে ! তবে একবার কিনলে জিনিস গুলো মোটামুটি কয়েক মাস আরামসে চলে যায় রেগুলার ব্যবহার করার পরেও। এটাই শান্তি। এজন্যই কিছুটা স্বস্তি! যেমন আর্গন ওয়েল টা আমার নিশ্চিন্তে ৪ মাস চলে যাবে। সানস্ক্রিন টাও ৩-৪ মাস তো যাবেই। ওদিকে টোনার টা বড় সাইজের হওয়ায় এক বছর চলবে চোখ বন্ধ করেই। বেসিক স্কিন কেয়ার এর ক্ষেত্রে আমি দেশের কোনো প্রোডাক্ট আসলে ভরসা করতে পারি না। তার কারণ ও নিশ্চয় অজানা নয়! খারাপ লাগলেও এটাই সত্য যে আমাদের দেশের কোন প্রোডাক্ট টি যে আসল প্রোডাক্ট আর কোনটি যে নকল, সেটি বোঝা দায়! তাই এত দাম দিয়েই বিদেশি প্রোডাক্ট এর উপর ই নির্ভরশীল হতে হয়। তবে এটা ঠিক যে স্কিনে স্যুট করলে সেগুলো ব্যবহার করেও অবশ্যই ভালো ফলাফল পাওয়া যায়।
তবে মজার কথা হচ্ছে, অর্ডার করা প্রোডাক্ট এর সাথে কয়েকটি এক্সট্রা ছোট সাইজের স্যাম্পল ও পেয়েছিলাম আমি। প্রথম ছবিতে আপনারা দেখতেই পাচ্ছেন। ছোট ছোট প্যাকেট গুলো উপহার হিসেবে পেয়েছি। ছোট সাইজের এমন নতুন স্যাম্পল গুলো ব্যবহার করলে বোঝা যায় যে সেই প্রডাক্ট টি স্কিনে স্যুট করবে কি না! ওই যে যে দাম প্রোডাক্ট গুলোর। বেশি দাম দিয়ে বড় সাইজ কিনেও যদি স্কিনে স্যুট না করে, তবে তো মুশকিল। তাই এমন স্যাম্পল গুলোও ভীষণ কাজের জিনিস। যাই হোক, এই ছিলো আমার ব্যাসিক স্কিনকেয়ার প্রোডাক্ট কেনার অভিজ্ঞতা। আমি ৩ বছর থেকেই এখান থেকেই স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো নিয়ে থাকি। এবং আমি ফুললি স্যাটিসফাইড। তাই যদি কোনো আপু চান বিশ্বস্ত পেইজ থেকে বিদেশি প্রোডাক্ট নিতে, এই পেইজ থেকে দেখতে পারেন। আমার স্ক্রিনশট এই তাদের নাম এবং ওয়েবসাইট দেখা যাচ্ছে। আজ আর কথা বাড়াচ্ছি না। সকলের সুস্থতা কামনা করে আমার পোস্ট এখানেই শেষ করছি।
এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে 🌼 ধন্যবাদ 🌼
আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি। OR
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।
Upvoted! Thank you for supporting witness @jswit.
খুব সুন্দরভাবে আপনার অভিজ্ঞতা তুলে ধরলেন, যদিও আমি স্কিনকেয়ার এর ব্যাপারে বড্ডবেশী উদাসহীন, ছেলে তো তাই হা হা হা হা। তবে যারা বিভিন্ন প্রোডাক্ট এর বিশ্বাস রাখতে পারছে না তারা আপনার পোষ্টটি পড়ে অবশ্যই সুন্দর একটা সুযোগ নিতে পারবেন। ধন্যবাদ
বেশির ভাগ ছেলেরাই উদাসীন। আর মেয়েরা কিছুটা সচেতন হওয়ার পরেও বিভিন্ন স্কিন ইস্যু যেন মেয়েদের ই পিছু ছাড়ে না! কী অদ্ভুত নিয়ম ভাই! 🤦♀️
স্কিন কেয়ার এর সাথে আসলেই বর্তমান যুগের প্রত্যেকটা মেয়েই খুব বেশি পরিচিত। এটাও ঠিক বলেছেন বছরের শুরুতে কম বেশি অনলাইনে প্রত্যেক পেজ এ বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দিয়ে থাকে। সেই সুযোগটাই তো আপনি লুফে নিলেন হা হা হা। বেশ কিছু স্যাম্পলও পেয়েছেন দেখতেছি। তবে হ্যাঁ এগুলো ব্যবহার করে টেস্ট করে দেখতে পারেন স্কিনের সাথে স্যুট করে কিনা। ৩৯১০ টাকার কসমেটিক্স কিনেছিলেন দেখতেছি। খুবই ভালো লাগলো আপনার এই অনুভূতি মূলক পোস্টটি পড়ে।
আমার পুরো পোস্ট টি বেশ মনযোগ দিয়ে পড়ে আপনার মতামত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
বেসিক স্কিন কেয়ার ছেলে মেয়ে সকলেরই করা দরকার। তবে এ ক্ষেত্রে ছেলেরা উদাসীন হলেও মেয়েরা বেশ সচেতন। কিন্তু ভালো স্কিন কেয়ারের দাম খুব বেশি। তবে এটা ঠিক একবার প্রোডাক্ট কিনলে অনেকদিন চলে যায়। আপনার পোস্টের মাধ্যমে বিশ্বস্ত একটি পেজের নাম জানতে পারলাম। ধন্যবাদ ব্লগটি শেয়ার করার জন্য।
আসলেই ব্যাসিক স্কিনকেয়ার টা ছেলে মেয়ে সকলের জন্যই প্রযোজ্য। ধন্যবাদ আপনাকে আপু।
মেকআপ আইটেম আর স্কিন কেয়ার আইটেমের মধ্যে আমি সব সময় স্কিন কেয়ার আইটেমকেই চুজ করি। যদিও খুব বেশি প্রোডাক্ট ব্যবহার করিনা আমি। আর মেকআপও তেমন একটা ইউজ করিনা। এটা ঠিক, স্কিন কেয়ারের প্রোডাক্ট গুলোর দাম অনেক বেশি হয়। দেশি প্রোডাক্টগুলো আসলেই বিশ্বাস হয় না। যাই হোক আপনার অনলাইন কেনাকাটা দেখে ভালো লাগলো।
আমিও একদম তাই আপু! মেক আপ আইটেম এর চেয়ে স্কিন কেয়ার আইটেম কে প্রেফার করি আমিও! আপনার সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ।