You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ৫১৪ |অনেক সময় অনেক মানুষকে বলদ ডাকা হয় কেনো?

in আমার বাংলা ব্লগlast month

বলদ শুধু শুধুই লাফালাফি করে চেঁচামেচি করে। বলদকে দিয়ে কখনো কোন কাজ করানো যায় না। অনেক মানুষ আছে যেখানে যেটা বলা উচিত সেখানে সেটা বলেনা। যে কাজটা করলে পরিবারের বা নিজের ভালো হবে সেটা বোঝে না। হুদাই লাফালাফি করে। কিছু হতে না হতেই, না বুঝে চেঁচামেচি করে। এই বলদ, ঘরের স্বামী বউ কিংবা গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডও হতে পারে। যারা কিনা বলদের মত গার্লফ্রেন্ডের পিছনে ঘুরে। অযথা সময় নষ্ট করে, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে। নিজেদের মনে মনে হিরো ভাবে। তারা যদি বলদ না হতো তাহলে মেয়েদের পিছনে না ঘুরে টাকার পেছনে ঘুরতো। আর কতগুলো মেয়ে আছে হুদাই মেকআপ মেরে রাস্তা দিয়ে ঘুর ঘুর করে। নিজের টাকা দিয়ে কেনা কসমেটিক্স মেখে অন্যদের দেখায়। মনে মনে নিজেকে নায়িকা ভেবে রাস্তা দিয়ে হাটে। তারাও এক প্রকারের বলদ। কথা কি ঠিক বলেছি, নাকি কোন ভেজাল আছে?😎😎