স্বরচিত কবিতা : মাহে রমজান।
পরম করুনাময় অসীম দয়ালু মহান সৃষ্টিকর্তার নামে শুরু করিতেছি।
Image source https://pixabay.com/
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে এসেছি। আর সেটি হলো কবিতা। আজকে মুসলিম ধর্মাবলম্বীদের খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ হলো আজ থেকে রমজানের শুরু হবে । আজকে পবিত্র রমজান মাসের প্রথম তারাবি নামাজ শুরু হবে। আর সেই খুশিতেই সারা বিশ্বে খুবই গুরুত্বের সাথে এই মাসটি পালন করা হবে। তাই আমি চেষ্টা করেছি এই বিষয়ে আজকে একটি ব্লগ শেয়ার করতে।
মুসলিমদের অন্যতম একটি মাস হল রমজান মাস। এ মাসে গরিব দুঃখী ধনী সবাই রোজা পালনের মাধ্যমে একই অবস্থান গ্রহণ করেন। যেমন করে গরিবরা না খেয়ে থাকেন। সেই দিক থেকে ধনী ব্যক্তিরাও না খেয়ে থাকেন। রোজা রাখার মাধ্যমে গরিবদের ক্ষুধার্ত থাকার একটা কষ্ট ধনীরা বুঝতে পারে। তাই মহান আল্লাহতালা আমাদের জন্য পবিত্র মাহে রমজান দিয়েছেন। যেন আমরা সবাই এই মাসে অনেক সওয়াব অর্জন করতে পারি। বারোটি মাসের মধ্যে এ মাহে রমজান অন্যতম একটি মাস। এই মাসের প্রথম দশ দিন রহমতে, দ্বিতীয় দশ দিন মাগফেরাতের ও তৃতীয় দশদিন নাজাতের। রমজান মাসে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি এশার নামাজের পর সকল মুসলিমগণ বিশ রাকাত তারাবির নামাজ আদায় করেন। তারপর ভোররাতে অর্থাৎ ফজরের আযানের আগে সেহরি খাওয়া হয়। সারাদিন উপবাস থেকে, সন্ধ্যায় মাগরিবের আজানের পর সবাই ইফতারি করেন। এই মাসে এত সুন্দর করে মানুষ ইবাদত পালন করে যে আল্লাহতালা প্রত্যেকটি ঘরে ঘরে বরকত বাড়িয়ে দেন। যার ফলে প্রত্যেক মুমিন মুসলিমগণ ভালো-মন্দ খাবার খেয়ে থাকেন। তাছাড়া এই মাসে প্রত্যেক ঘরে ঘরে কুরআনের খতম হয়। আবার প্রত্যেক মসজিদে মসজিদে অনেকেই ইতেকাফে বসেন। এই মাসে কেউই গুনাহ করার সুযোগ পান না। কেননা এ মাসটি আল্লাহ তায়ালার জন্য। আর এই মাসে যারা আল্লাহ তায়ালার ভয়ে সকল পাপকর্ম ছেড়ে দিবে। আল্লাহ তায়ালা ও তার জন্য পরকালে উত্তম উপহার দিবেন। যাইহোক বন্ধুরা এই রমজান মাসের উপলক্ষে আমি আপনাদের মাঝে একটি কবিতা শেয়ার করছি।
খুশিতে আত্মহারা সকল মুসলমান।
রাতে তারাবি ভোরে সেহেরী,
রাখবে রোজা সকলে করবে ইফতারি।
এসেছে এসেছে হে মাহে রমজান।
রমজানের এই পবিত্র মাসে
চারিদিকে শান্তি খুজে পাই।
কোনদিকে থাকেনা গুনাহ করার উপায়।
বন্ধি করে যে, শিকল পরিয়ে ইবলিশ সয়তানের পায়।
রমজান মাসে খুজতে হয় সবে কদর।
এই রাতটির রয়েছে অনেক ফজিলত।
তাইতো শেষ দশকে বিজোড় দিনে,
সকল মুমিন মুসলিম করে এবাদত।
এই মাসে মুমিনগন কুরআন মাজিদ করে তিলাওয়াত।
রোজা রেখে ধনি গরিব হয়ে যায় একাকার।
এই মাসে দিতে হয় সদাকাও জাকাত।
যার মাধ্যমে রবের তরে জানমালের হয় হিফাজত।
রমজান দিয়ে যায় শান্তির ডাক ,
যা দেখে শয়তান হয়ে যায় অবাক।
এই মাসে অনেকে বসে এতেকাফ,
যার মাধ্যমে ময়লা হৃদয় হয়ে যায় সাফ।
রহমত, মাগফিরাত, নাজাতের মাস।
এই মাসে রোজা রেখে মুমিন দিতে রাজি জান।
মুসলিম ভাংবে না কোন রোজা যদি ও যায় প্রাণ।
খুশি মনে রোজা রাখি এসেছে যে মাহে রমজান।
এটি হলো আমার পবিত্র রমজান মাস নিয়ে স্বরচিত একটি কবিতা মাহে রমজান ।আমার এই কবিতাটি আপনাদের কাছে কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আর অবশ্যই আমাদের সকলের জন্য দোয়া করবেন। যেনো আল্লাহ তায়ালা আমাদের পেছনের সমস্ত গুনাহ গুলো ক্ষমা করে দেন। আপনাদের সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।
আমার পরিচিতি
আমি মোছাঃ মুসলিমা আক্তার নীলা। স্টিমিট প্লাটফর্মে আমি @titash নামে পরিচিত। আমার জন্মস্থান চট্রাগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার ভাদুঘর গ্রামে। আমি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে অনার্স তৃতীয় বর্ষে বাংলা বিভাগ নিয়ে পড়াশোনা করতেছি। আমি বিবাহিত,আমার একটি কন্যা সন্তান আছে। আমি আমার হাসবেন্ডের সাথে ঢাকা বিভাগের অন্তর্গত নারায়নগঞ্জ জেলায় বসবাস করছি। আমি আমার হাসবেন্ডের মাধ্যমে স্টিমিট প্লাটফর্ম সম্পর্কে জানতে পারি। প্লাটফর্মটার বিষয়ে জেনে আমি এখানে কাজ করার আগ্রাহ প্রকাশ করি। তারপর ২০২৩ সালের ফ্রেব্রুয়ারী মাসে আমার বাংলা ব্লগের মাধ্যমে স্টিমিট প্লাটফর্মে যুক্ত হয়। আমি ভ্রমন করতে,মজার মজার রেসিপি করতে,বই পড়তে, নতুন নতুন বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে ও সৃজনশীল জিনিষ তৈরী করতে ভালোবাসি। আমি বাঙ্গালী জাতি হিসাবে ও আমার বাংলা ব্লগের সদস্য হতে পেরে নিজেকে নিয়ে গর্ববোধ করি।
![image.png](
দীর্ঘ এক বছর পর আমরা আবার নতুন একটি পবিত্র মাস পেয়ে গেলাম। আমরা এই মাসে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করবো। আশা করছি সকলের এই মাস টি খুবই সুন্দর কাটবে। রমজান মাস উপলক্ষে আপনি খুবই সুন্দর করে একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা টি পড়ে বেশ ভালো লাগলো আমার কাছে।
অবশ্যই ভাইয়া আমরাও এ আশা করি। যে সবার এই রমজান মাসটা ভালো কাটুক। আর আমরা সবাই যেন সৃষ্টিকর্তার সন্তোষটি অর্জনের মাধ্যমে এই মাসটা ঠিকভাবে পালন করতে পারি। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ ভাইয়া।
তোমার লেখা কবিতাটি খুব সুন্দরভাবে মাহে রমজানের গুরুত্ব ও বরকতের কথা তুলে ধরেছে। ছন্দময় ভাষায় রোজা, তারাবি, সেহরি, ইফতার, কদরের রাত ও এতেকাফের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছ। বিশেষ করে "রমজান দিয়ে যায় শান্তির ডাক, যা দেখে শয়তান হয়ে যায় অবাক" এই লাইনটি বেশ অর্থবহ লেগেছে।রমজানের পবিত্রতা ও তাৎপর্য বোঝানোর জন্য এই কবিতাটি দারুণ উপযুক্ত। কবিতাটি পড়ে খুব ভালো লাগলো ধন্যবাদ।
আপু আপনার কমেন্ট পরে আমি খুবই খুশি হয়েছি। আপনি সুন্দরভাবে কমেন্ট করে আমাকে সাপোর্ট করেছেন। আপনাকর জন্য শুভকামনা ও দোয়া রইলো। স্বাগতম আপু।
এই পবিত্র রমজান মাস উপলক্ষে আমরা আসলেই বেশ খুশি। এই ধরনের অনুভূতিগুলো সত্যিই অন্যরকম। আপনার কবিতার লাইন গুলো পড়ে মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর ভাবে ছন্দ সাজিয়ে লিখেছেন আপনি। এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
জি আপু পবিত্র মাহে রমজান পেলে প্রত্যেকটি মুমিন মুসলিম খুশি হয়ে যায়। এ মাস একটি বরকতময় মাস। এই মাসের অনুভূতি অন্য মাসের তুলনায় হাজারগুনে ভিন্ন। যা বলে প্রকাশ করা যায় না। আপনি আমার কবিতা পড়ে মুগ্ধ হয়েছেন যেন ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল। আপনাকেও স্বাগতম।
চমৎকার কবিতা লিখেছেন পবিত্র মাহে রমজানের প্রতিটা বিষয় এই কবিতার ভাষায় তুলে ধরেছেন। ছন্দের মিল রেখে মাহে রমজান নিয়ে চমৎকার কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
জ্বি ভাইয়া চেষ্টা করি ছন্দের আকারে একটা কবিতা লিখতে। তাছাড়া এটি হলো আমাদের মুসলিমদের জন্য একটি বরকতময় মাস। এ মাসটিকে নিয়ে কবিতা লিখতে পেরে আমার কাছেও ভালো লেগেছে । আপনাকেও স্বাগতম ভাইয়া।
মাহে রমজান নিয়ে অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন আপু। আপনার কবিতাটা পড়ে আমার তো খুব ভালো লেগেছে। আলাদা একটা অনুভূতি কাজ করে এই রমজান মাসে। রমজান মাসটা অনেক বেশি শান্তির হয়ে থাকে। যে মাসটা সবাই সুন্দর ভাবে কাটানোর চেষ্টা করে থাকে। পুরো কবিতাটা পড়ে মনটাই অনেক ভালো হয়ে গেল।
আপু রমজান মাসে চারদিকে শান্তি বিরাজ করে। যার জন্য সবার মন মানসিকতা অন্য রকম হয়ে যায়। সবাই এ মাসটাকে সুন্দর ভাবে পালন করার চেষ্টা করে। আমার কবিতা পড়ে আপনার মন ভালো হয়ে গিয়েছে। যেনে আমার অনেকটাই ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ আপু।
রমজান মোবারক! ✨🤲
রমজানের পবিত্রতা, রহমত, মাগফিরাত ও নাজাতের মহিমা সুন্দরভাবে কবিতার ভাষায় ফুটিয়ে তুলেছেন।আপনার লেখা কবিতায় ইসলামের মূল শিক্ষা ও আত্মশুদ্ধির গুরুত্ব দারুণভাবে প্রকাশ পেয়েছে।আল্লাহ আমাদের সবাইকে রমজানের ফজিলত অর্জনের তৌফিক দান করুন।
জি ভাইয়া,আল্লাহ তাআলা আমাদের সকলকে, রমজানের সঠিক ফজিলত বুঝে, তা পালন করার তৌফিক দান করুক আমিন। ধন্যবাদ ভাইয়া।
রমজান মাস মানে ফজিলতের মাস। মুসলিমদের জন্য অনেক বড় একটি মাস। রমজান মাসে আমাদের অনেক আয়োজন থাকে। বিশেষ করে ইবাদত নিয়ে ব্যস্ত থাকি সবাই। খুব সুন্দর একটি কবিতা লিখলেন মাহে রমজান নিয়ে। কবিতা আপনি দারুন লিখেছেন।
জ্বি আপু এই মাসে বেশি অংশ মানুষ ইবাদতে ব্যস্ত থাকে। সবাই চেষ্টা করে রাতে কিভাবে খুশি করা যায়। এই মাসটি সম্পূর্ণটাই রবের জন্য । আপনার কমেন্টস পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু।
কবিতার পূর্বে উপরের লেখাগুলি চমৎকার লিখেছেন আপু। আসলেই এই মাহে রমজানকে উপলক্ষে প্রত্যেকেই গুনাহ করা ছেড়ে দেয়। আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করে। সেই সাথে প্রিয় রমাদান মাসকে নিয়ে গভীর ভাব সম্পন্ন একটি কবিতা লিখেছেন। কবিতাটির প্রতিটি লাইনের মধ্যেই রমাদান মাসের গুণ গান করা হয়েছে। খুবই ভালো লাগলো আপনার কবিতাটি।
বাহ দারুণ লিখেছেন তো। রমজান মাস মানেই অন্যরকম এক অনূভুতি। সবকিছু যেন আপনি কবিতায় প্রকাশ করেছেন। দারুণ লাগল আপনার কবিতা টা। চমৎকার লিখেছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
জ্বি ভাইয়া, চেষ্টা করেছি রমজান মাসের ফজিলতপূর্ণ বিভিন্ন দিক গুলো নিয়ে একটি কবিতা শেয়ার করতে। আর কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে। যেনে খুবই খুশি হয়েছি। ধন্যবাদ ভাইয়া।