স্বরচিত কবিতা : শবে বরাত।

in আমার বাংলা ব্লগ7 days ago

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
পরম করুনাময় অসীম দয়াল মহান সৃষ্টিকর্তার নামে শুরু করিতেছি

Image source Pixaby.com

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন। আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে পবিত্র শবেবরাত নিয়ে একটি কবিতা শেয়ার করবো।

বছর ঘুরে আবার এলো পবিত্র শবেবরাত। খুশির বার্তা নিয়ে আবার এলো শবেবরাত। এই শবেবরাত আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি রাত। এই রাতে ধর্মপ্রান মুসলমান ভাই বোনেরা ইবাদত বন্দেগি করে থাকে। আমি নিজেও আজকে নামাজ আদায় করেছি। এই শবেবরাত নিয়ে ছোট সময়ে আমাদের অনেক স্মৃতি রয়েছে। আমি আশা করি আপনাদের জীবনেও শবে বরাত ও রমজান নিয়ে অনেক মধুর স্মৃতি রয়েছে।

আজ থেকে পনের দিন পরে পবিত্র রমজান শুরু হবে। পবিত্র শবেবরাত আমাদেরকে সেই রমজানের আগমনী বার্তা দিলো। আজকে সন্ধার পর থেকেই এলাকার ছেলেরা মসজিদ পানে ছুটে যাচ্ছে। কেউবা বাবার সাথে, কেউ দাদার সাথে, নানার সাথে মসজিদে গেছে। আমার মেয়েও তার বাবার সাথে মসজিদে গিয়েছিল। আমার হাসবেন্ড এশার নামাজ পড়ে এসে বাবুকে কুলে নিয়ে মসজিদ থেকে ঘুরে এসেছে। যায়হোক এই শবেবরাত নিয়ে একটি কবিতা রচনা করেছি।

খুশির সংবাদ নিয়ে এলো শবে বরাত।
এই রাতের আগমন দিচ্ছে রমজানের ডাক।
রবের কাছে প্রার্থনা করার এমন একটি রাত,
অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলে হবে গুনাহ মাফ।

শবে বরাতের রয়েছে অনেক ফজিলত,
তাজবি ও নফল নামাজ এই রাতের উত্তম ইবাদাত।
অজু করে সকল মুমিন যাচ্ছে মসজিদে,
নামাজ পড়ে দুহাত তুলে করবে মোনাজাত।

সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি-
ওয়া'লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার
এই তাজবি পাঠ করিবে সবাই বারে বার।
এই রাতে খোলা থাকিবে রহমতের দুয়ার।

কেউ পাঠ করিবে কুরআনুল মাজিদ
কেউবা পড়িবে ফজিলতের কিতাব।
এই রাতের রহমতের আসায়,
সকল মুমিন মুসলিম থাকবে যে সজাগ।

ছোট ছোট ছেলে মেয়েরা রাস্তায় ঘুরবে
আসা রেখে রহমেতের ফোটা কখন পরবে।
ছোট বেলায় আমিও এমন করিতাম,
এখন বুঝি এগুলো যে করা বিদআত

এই রাতের রয়েছে অনেক ফজিলত
না ঘুমিয়ে সকল মুমিন মুসলিম বান্দা
রবের কাছে দুহাত তুলে করব ইবাদত
এটি হলো গোনা মাফের একটি রাত শবে বরাত

যাই হোক বন্ধুরা। আজ আর কথা বাড়াচ্ছি না। এখানেই শেষ করছি আমার আজকের কবিতা। পরিবারের সবাই অসুস্থ, তাই সবার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এই দোয়া করি। সবার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ধন্যবাদ সবাইকে।

2gsjgna1uruv8X2R8t7XDv5HGXyHWCCu4rKmbB5pmEzjYSfQKFP87GjNCaLdCLKkYFWdxRmYuKurkfDpnYWoUUypXiwgziwKKNP24nNC65i32Am8Fp.png

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

আমার পরিচিতি

আমি মোছাঃ মুসলিমা আক্তার নীলা। স্টিমিট প্লাটফর্মে আমি @titash নামে পরিচিত। আমার জন্মস্থান চট্রাগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার ভাদুঘর গ্রামে। আমি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে অনার্স তৃতীয় বর্ষে বাংলা বিভাগ নিয়ে পড়াশোনা করতেছি। আমি বিবাহিত,আমার একটি কন্যা সন্তান আছে। আমি আমার হাসবেন্ডের সাথে ঢাকা বিভাগের অন্তর্গত নারায়নগঞ্জ জেলায় বসবাস করছি। আমি আমার হাসবেন্ডের মাধ্যমে স্টিমিট প্লাটফর্ম সম্পর্কে জানতে পারি। প্লাটফর্মটার বিষয়ে জেনে আমি এখানে কাজ করার আগ্রাহ প্রকাশ করি। তারপর ২০২৩ সালের ফ্রেব্রুয়ারী মাসে আমার বাংলা ব্লগের মাধ্যমে স্টিমিট প্লাটফর্মে যুক্ত হয়। আমি ভ্রমন করতে,মজার মজার রেসিপি করতে,বই পড়তে, নতুন নতুন বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে ও সৃজনশীল জিনিষ তৈরী করতে ভালোবাসি। আমি বাঙ্গালী জাতি হিসাবে ও আমার বাংলা ব্লগের সদস্য হতে পেরে নিজেকে নিয়ে গর্ববোধ করি।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9uuNWjCEgJj5LnknUa3pWA9yop6dT9GDfEUZtz2oDgA9ocMHrCEtkFpngXowo13q8Mn1YvzEMh5bSRg1SNaKSZwbsLwb3YA.png

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siCoMX3by8iWdE4qYzWA7pZHzh4KthdoHPj2eEciPaXhHTdxhx5dKApkU8hxE3mUrybeUbtQCvbs4JC247APSjksrR6prneL2GBtrunMiz4r5CiYySVGKj1e3nT19qBCX5ekz5F.png

5QqP4NVdsPNcDeePyfoZLTLv8efTACU5P6GADTBgMgfXR7uJx5fN91AE46tFfFA7GwMq22wjUwwY5XDyUBMksyZSJGUEyK1Re6UWVZ1PqVR2ntgu73qAW8iDh6yPt8YVsiJ7enc87gmY874JVVHPQo6hSZvUs47FymTjqs43bSUF1Wvtd8T.jpg

4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzL1as2zt5nA5iP9iEBmXtJKZZD3SHGtdFKZ13Up5EmSAxpDYtwYvvxyhsR48F5wdZ6ZhgEKtW9w1csKVawJHrqc3fgSkcpz8WsTY1MvhswZsey8zNe3vkwTdKjCivA3Z6dpaPre.png

image.png

![image.png](

Posted using SteemMobile

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 6 days ago 

শবেবরাত এটা ধর্মপ্রাণ মুসলমানদের জন্য খুবই একটি উত্তম দিন। যদি ওই দিনটাকে হেলা রুটিটি হিসেবে মানুষ দিনটা পার করে দেয় কিন্তু আসলেই এই দিনটা শুধু ইবাদতের জন্য বাকি অন্য কোন কিছুই নয়। আপনি শবে বরাত নিয়ে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন পরিবেশ ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 days ago 

জি ভাই আপনি একদমই ঠিক কথা বলেছেন এই দিন রাতে অনেকে হালুয়া রুটি নিয়েই ব্যস্ত থাকে। মুলত এটি হলো একটি ইবাদতের রাত। তা সবাই বোঝে না। আমাদের সকল ধর্মপ্রাণ মুসলমানদের এটা বুঝার তৌফিক দান করুক। আমিন। আপনাকেও স্বাগতম ভাইয়া।

 6 days ago 

শবে বরাত নিয়ে লেখা আপনার আজকের কবিতাটা পড়ে আমার তো মনটা অনেক ভালো হয়ে গেল। খুবই সুন্দর করে লিখেছেন আপনি পুরো কবিতা। আজ থেকে ১৫ দিন পর রমজান মাস শুরু হবে এটা ভাবতেই খুব ভালো লাগছে। পুরো কবিতাটা খুবই সুন্দর অনুভূতি নিয়ে লেখা হয়েছে। এরকম সুন্দর কবিতা লিখতে পারেন দেখে ভালো লাগলো।

 3 days ago 

জি আপু আপনি একদম ঠিক কথা বলেছেন। আর কয়েকদিন পরে রমজান মাস। কি একটা আনন্দ লাগতেছে মনের ভিতরে। তা বলা যাবে না। আপনাদের সাপোর্ট পেয়ে লেখার চেষ্টা করি আপু। ধন্যবাদ আপনাকে।

 6 days ago 

বাহ আপু আপনি তো শবে বরাত উপলক্ষে খুব সুন্দর একটি কবিতা লিখে। আপনার শবে বরাত কবিতাটি পড় বেশ ভালো লাগলো। আসলে শবে বরাত হচ্ছে মুসলমানের জন্য খুব বড় একটি দিন। তবে আপনি সুন্দর অনুভূতি এবং চমৎকার বাসায় দিয়ে শবে বরাত নিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি আপনার এই কবিতাটি যতই পড়ি ততই ভালো লাগলো।

 3 days ago 

জ্বী ভাইয়া এটা আমাদের ধর্ম প্রচার মুসলমানদের গুরুত্বপূর্ণ রাত। এ রাতের সবাই ইবাদতে মশগুল থাকে। ধন্যবাদ ভাইয়া।

 6 days ago 

এত সুন্দর একটা টপিক নিয়ে পোস্ট লিখেছেন দেখেই তো অসম্ভব ভালো লাগলো। শবে বরাত নিয়ে লেখা পোস্টটা পড়েই ভালো লাগলো। আর ১৫ দিন পর শান্তির একটা মাস আসবে। পবিত্র রমজান মাস আর ১৫ দিন পর এটা ভাবতেই ভালো লাগে। খুশির একটা সংবাদ নিয়ে শবে বরাত এসেছে। অনুভূতি গুলো অনেক সুন্দর করে কবিতার লাইন গুলোর মধ্যে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো।

 3 days ago 

জি ভাই আর কয়েকদিন পরে রমজান এটা ভাবতেই যেন মনের ভিতরে আনন্দ লাগে। এই খুশির সংবাদ শবে বরাতের আগমনে আমরা আরো বেশি করে বুঝতে পারি

 6 days ago 

পবিত্র শবে বরাত আমাদের জন্য খুশির বার্তা নিয়ে আসে। পবিত্র এই রাত আমাদের সবার জীবনে অনেক গুরুত্বপূর্ণ। আপনি আজকে পবিত্র এই রাতকে নিয়ে খুব সুন্দর একটা কবিতা লিখেছেন আপু। কবিতার লাইন অসাধারণ ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।

 3 days ago 

আপু এটা আমাদের সকলের একটি গুরুত্বপূর্ণ রাত। তাই এই রাত নিয়ে চেষ্টা করেছি আপনাদের মাঝে কবিতা লিখে শেয়ার করতে। আপনাকেও স্বাগতম।

 5 days ago 

শবে বরাত নিয়ে লেখা কবিতাটি অসাধারণ হয়েছে আপু। আপনি চমৎকার একটি কবিতা লিখেছেন। বিশেষ দিন উপলক্ষে দারুন একটি কবিতা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 3 days ago 

জ্বী আপু মাঝে মাঝে কত কিছু নিয়েই তো কবিতা লেখার চেষ্টা করি। তবে এই রাতটাকে নিয়ে মনে হল একটি কবিতা লিখলে কেমন হয়। তাই যেমন চিন্তা করলাম তেমনি একটি কবিতা আপনাদের মাঝে লিখে শেয়ার করলাম। আপনাকেও স্বাগতম জানাচ্ছি আপু।