স্বরচিত কবিতা: অন্ধপ্রেমিক।
ওরম করুণাময় অসীম দয়ালু মহান সৃষ্টিকর্তার নামে শুরু করতেছি-
হ্যালো আমার বাংলা ব্লগের প্রিয় সদস্য বন্ধুরা, কেমন আছেন সবাই । আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি স্বরচিত কবিতার পোস্ট নিয়ে হাজির হয়েছি।বাস্তবতাকে ছন্দের আকারে রুপ দিয়ে আপনাদের মাঝে নতুন নতুন কবিতা শেয়ার করার চেষ্টা করছি। আমার আজকের স্বরচিত কবিতাটি হচ্ছে "অন্ধপ্রেমিক" চলুন আমার লেখা স্বরচিত কবিতাটি আপনাদের মাঝে শেয়ার করি।
কবিতার মূলভাব :
কবিতাটি মূলত সাংসারিক যোদ্ধা নারীদেরকে নিয়ে। কবি নিজেকে সংসার জীবনের বিভিন্ন সমস্যার কারণ মনে করে। কেননা সে যদি এই সংসার জীবনে না আসতো। হয়তো তার জীবনটা আরো সুন্দর হতো। সে তার প্রিয় মানুষটিকে হাজার বার ভালোবাসি বলার পরেও তার প্রতি উত্তর পাই না। প্রত্যেকটা সংসারে ছোটখাটো অনেক ঝামেলা থাকে। সে ঝামেলাগুলো পার করে প্রতিটি মানুষ সংসার করে যাচ্ছেন। কেউবা সহ্য করে কেউবা ভালোবাসা পেয়ে। অনেক প্রেমিক আছে। যারা কিনা সারাদিন বাইরে থেকে তার প্রিয় মানুষের কোন খবর রাখে না। অথচ প্রিয় মানুষটি তার জন্য অপেক্ষা করে ও খেটে মরে। দিনশেষে তারা একটি কথার সম্মুখীন হয়। এটি হলো সারাদিন তুমি কি কর। একটা মেয়ে যদি তার প্রেমিকের সামনে সুন্দরভাবে সেজেগুজে ঘুরাঘুরি করে তারপরেও তার দিকে তাকায় না। আমি মনে করি এরকম পুরুষেরা অন্ধ প্রেমিক। যারা কিনা তার প্রেমিকার ভালবাসাটা দেখতে পায় না। সারাদিন দাসের মতোই খাটাতে চাই। নারীদের জীবন খুবই অদ্ভুত। তারা না চাইতেও অনেক দুঃখ যন্ত্রণা ভোগ করতে হয়। আবার সুখের আশা করলেও তাদের কপালে সুখ থাকে না। তাই অন্ধ প্রেমিক এই কবিতাটি কবি নিজে রচনা করেছেন। তার অন্ধ প্রেমিককে উপলব্ধি করে।
অন্ধকারে ছেয়ে গেছে তোমার প্রেমের প্রিয়তি।
চোখের সামনে আছি তবু পাওনা দেখা তুমি।
বাবার ঘরে ছিলাম আমি রাজকুমারী,
তোমায় ভালোবেসে এখন হলাম দাসী।
হাজার বার বলেছি তোমায় ভালোবাসি।
তবুও আমি পেলাম নাকো তোমার মুখের হাসি।
তুমি হিনা প্রিয় আমি একলা কেমনে থাকি,
একাকীত্ব দূর করতে হাসি আমি রাশি রাশি।
হঠাৎ শুনিলাম আমি মরলে হবে তুমি খুশি!
তোমার জন্য রাখিলাম আমার এ জীবন বাজি।
অন্ধকারময় এই জীবনে কি আর আছে বাকি?
মৃত্যু কখন আসবে আমার এই অপেক্ষায় থাকি।
চোখ তাকিতে অন্ধ যে জন
তার প্রেমে পড়েছি আমি।
তার কাছে আমি ছাড়া সবকিছুই দামি।
দিনে রাতে তবু আমি তারে নিয়েই ভাবি।
ছোট একটি সংসারে অন্ধ প্রেমিক আমার
ঘরে আছে একটি ফুটফুটে লক্ষ্মী।
যারে নিয়ে সারাটা দিন আমি ব্যস্ত থাকি।
তবু যেন ঘরের কোণে কাজ রয়ে যায় বাকি।
রোবট নয় এই দেহটি, মাটির তৈরি এক মানবী।
তোমার সংসার পরিচালনা করে সুখ আনিতে,
সারাদিনের ব্যস্ততাতে রাতের অন্ধকারে আসে ক্লান্তি।
তবু কেন এই দেহটি পায় না কোন শান্তি।
বন্ধুরা কবিতাটি কেমন হলো অবশ্যই আপনাদের কাছে জানার আগ্রহ রইল। আশা করি কবিতাটি সবার কাছেই ভালো লাগবে। যায়হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন।
আমার পরিচিতি
আমি মোছাঃ মুসলিমা আক্তার নীলা। স্টিমিট প্লাটফর্মে আমি @titash নামে পরিচিত। আমার জন্মস্থান চট্রাগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার ভাদুঘর গ্রামে। আমি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে অনার্স তৃতীয় বর্ষে বাংলা বিভাগ নিয়ে পড়াশোনা করতেছি। আমি বিবাহিত,আমার একটি কন্যা সন্তান আছে। আমি আমার হাসবেন্ডের সাথে ঢাকা বিভাগের অন্তর্গত নারায়নগঞ্জ জেলায় বসবাস করছি। আমি আমার হাসবেন্ডের মাধ্যমে স্টিমিট প্লাটফর্ম সম্পর্কে জানতে পারি। প্লাটফর্মটার বিষয়ে জেনে আমি এখানে কাজ করার আগ্রাহ প্রকাশ করি। তারপর ২০২৩ সালের ফ্রেব্রুয়ারী মাসে আমার বাংলা ব্লগের মাধ্যমে স্টিমিট প্লাটফর্মে যুক্ত হয়। আমি ভ্রমন করতে,মজার মজার রেসিপি করতে,বই পড়তে, নতুন নতুন বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে ও সৃজনশীল জিনিষ তৈরী করতে ভালোবাসি। আমি বাঙ্গালী জাতি হিসাবে ও আমার বাংলা ব্লগের সদস্য হতে পেরে নিজেকে নিয়ে গর্ববোধ করি।
![image.png](
আপনার লেখা অন্ধ প্রেমিক কবিতাটা অনেক সুন্দর হয়েছে। আর আমার কাছেও খুব ভালো লেগেছে কবিতাটা পড়তে। ছন্দ মিলিয়ে খুবই দারুণ ভাবে পুরোটা লিখেছেন। এরকম সুন্দর সুন্দর কবিতা গুলো যতই পড়ি ততই ভালো লাগে। বাস্তবতাকে তুলে ধরেছেন আপনি কবিতার প্রতিটা লাইনের মধ্যে। আসলে একটা মেয়ে সংসারের সব কাজ করলেও দিন শেষে তাকে এই কথাটা শুনতে হয়, পুরো দিন কি কর।
জ্বি আপু বাস্তব জীবনে সব ময়েদেরকে এই কথাটা শুনতে হয়। তাই তাদের কথা চিন্তা করে এই কবিতাটি লেখা। ধন্যবাদ আপু।
আপনি বাস্তবিক একটা সুন্দর বিষয়কে আজকের এই কবিতার মধ্যে তুলে ধরেছেন। যেটা আমার কাছে পড়তে খুব ভালো লেগেছে। আসলে প্রিয় মানুষগুলো যদি সবকিছু বুঝতে না পারে তাহলে অনেক কষ্ট লাগে। অন্ধ প্রেম কবিতাটা কিন্তু অনেক বেশি দারুন ছিল। এত সুন্দর একটা কবিতা লেখা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
একদম ভাইয়া প্রিয় মানুষ যদি সবকিছু না বুজে, এর চেয়ে কষ্ট আর কোথায় আছে। সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য স্বাগতম।
আজকে আপনি সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন।অন্ধপ্রেমিক কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। প্রত্যেক মানুষ পরিবারে বসবাস করে। আবার অনেক মানুষ প্রিয় মানুষকে ভালোবেসে সংসার করে। আর সংসার জীবনে ছোটখাটো অনেক ঝামেলা হয়। এবং প্রিয় মানুষকে ভালোবাসি হাজার বার বলার পরও মুখে হাঁসি পাওয়া যায় না।তবে আপনার কবিতার ভাষা সত্যি চমৎকার। বাস্তবিক কথা দিয়ে সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
জ্বি আপু আপনি যাকে ভালোভাবেন সেই অবহেলা করবে। তার সাথে হাসিমুখে কথা বললেও আপনি তার হাসিটা ফিরিয়ে পাবেন না। যার জন্য বাস্তবতাকে উপলব্ধি করে এমন একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করলাম। এটি আপানার কাছে ভালো লেগেছে যেনে, আমার কাছে অনেক ভালো লাগেছে। আপু ধন্যবাদ আপনাকে।