সুন্দর বিষয় উপস্থাপন করেছেন, এসব মানুষগুলো সুসময়ের বন্ধু। দুঃসময়ে হাত ছেড়ে দেয়, আর সুসময়ে আশেপাশে থাকে সুযোগ-সুবিধা লুফে নেওয়ার জন্য। ওদের স্বার্থসিদ্ধি হাসিল হলে তারা আবার আপনাকে ছেড়ে চলে যাবে। এরা এক ধরনের অতিথি পাখি। আমার মতে দুঃসময়ে যে আমার হাত ছেড়ে চলে যায় তাকে দ্বিতীয়বার সুযোগ দেবার প্রশ্নেই উঠে না। কারণ সে যে কোন মুহূর্তে আবারো হাত ছেড়ে দিতে পারে। তাই আবেগকে প্রশ্রয় না দিয়ে বিবেককে প্রাধান্য দেওয়া উচিত।