এই মিথ্যের দুনিয়ায়, এক সত্যি কারের বন্ধু হলো' মা'
আজ আমি অন্য কারো কথা বলবো না, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি। মায়ের মত এই পৃথিবীতে আর কেউ হয় না। কারণ মা আমাদেরকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসে। আমাদের জন্য অপ্রাণ চেষ্টা চালিয়ে যায় এবং আমাদের ভালোর জন্য তারা সবকিছুই করতে পারে, এর বাস্তব উদাহরণ হচ্ছে আমি। আমার ছোটবেলা থেকেই বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত ছিলো। ডাক্তার বলেছিল আমি কখনো স্বাভাবিক বাচ্চাদের মতো খেলাধুলা করতে পারবো না, হাঁটাচলা করতে পারব না, কিন্তু সেই বিশ্বাসকে ভেঙ্গে দিয়েছিল আমার মা।
বাংলাদেশে এমন কোন ডাক্তার ছিল না সেই সময়ে যেই ডাক্তারকে আমার মা আমাকে দেখায়নি এবং আমাকে ভালো করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন এবং শেষ পর্যন্ত পরিণতি কিন্তু তার সফল হয়েছেন। আজ আমি অন্যান্য সাধারণ মানুষের মতো এই পৃথিবীতে বিচরণ করতে পারছি। নিজের পায়ে হাঁটতে পারছি এবং নিজস্ব একটি চিন্তাধারার মাঝে এই পৃথিবীতে বিচরণ করছি। এই বিষয়গুলো কিন্তু সহজ ছিল না আমার মায়ের জন্য।
তবে আমি সেই ছোটবেলার কথাগুলো আজও ভুলিনি। আমি আজও মাঝেমধ্যেই সেই বিষয়গুলোকে চিন্তা ভাবনা করি এবং মাঝেমধ্যেই চোখে দিয়ে পানি বের হয়ে আসে। কারণ একটি মা তার সন্তানের জন্য কতটুকু পরিশ্রম করতে পারে কতটুকু কষ্ট সইতে পারে আমার মাকে না দেখলে আমি কখনোই বুঝে উঠতে পারতাম না। যাই হোক আজকের মত এখানে শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে।