পরিবেশের সমস্যা
বর্তমানে পরিবেশের নানান ধরনের সমস্যা দেখা দিচ্ছে। একটি বিষয় কি আপনার কখনো চিন্তা চিন্তা করে দেখেছেন? আমাদের পূর্বপুরুষেরা আমাদের দাদি নানিরা এই পৃথিবীতে কত বছর বেঁচে ছিল, তাদের শক্তি সামর্থ্য এখনো অনেকটা ইয়াং মানুষের মত রয়েছে। কিন্তু অপর প্রান্তে আমাদের জেনারেশনের যারা আমরা রয়েছি তাদের শক্তি সামর্থ্য এবং গড় আয়ু সবকিছুই অনেকটা কমে যাচ্ছে। এই সবকিছু বলেই রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের পরিবেশগত সমস্যা।
বর্তমানে আমাদের এই পৃথিবীতে নতুন নতুন কলকারখানা হচ্ছে। এতে করে পরিবেশ দূষিত হচ্ছে আমাদের অক্সিজেনের মাত্রা এই জলবায়ুতে কমে যাচ্ছে এবং কার্বনডাই-অক্সাইড এর পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে করে বার্ষিক উষ্ণতা দিন দিন এতটাই উষ্ণ হয়ে যাচ্ছে যাতে করে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর বরফ পর্যন্ত বলতে শুরু হয়েছে এভাবে করে যদি আরও কিছু বছর যায় তাহলে আমাদের পৃথিবীবাসীর জন্য অনেকটাই দুঃসংবাদ বয়ে আনতে পারে।
আগে আমাদের দাদু নানুরা যেসব খাওয়া দাওয়া করত। সেখানে কোন ধরনের ভেজাল ছিল না। এখন তো সব জায়গায় ভেজাল, সেটা ছাড়া কোন ফসল উৎপাদন করা হয় না। এমনকি আমরা যেসব ঔষধ খাই সেই ঔষধের মধ্যেও অনেক ধরনের ভেজাল রয়েছে। এই এত ভেজাল খাওয়ার পরে কিভাবে একটি জনগোষ্ঠীর গড় আয়ু আগের মত থাকবে সেটাই তো চিন্তার বিষয়, তাই নয় কি। এই বিষয়গুলো এমন ভাবে মায়াজালের মত ছড়িয়ে পড়েছে। আমরা চাহিলেও এখান থেকে বেরিয়ে আসতে পারবো না, যদি না খুব সবাই এই বিষয়ে ভালোভাবে অনুধাবন করে কোন পদক্ষেপ গ্রহণ করে।
Environmental problems and the pollution generated by humans have been causing much damage to the planet, destroying the biodiversity of ecosystems that host large amounts of species more and more every day. The habitat is wounded and being destroyed little by little every day. In Venezuela, there have currently been river overflow events that sweep everything in their path, leaving many families without homes. The same is happening in several countries around the world. The only one who can stop generating pollution and toxic waste is humans... by creating global awareness; if we don't, every day we move towards destruction. And as you describe, food used to be healthier without so many pollutants and different inputs in its production.