বৃষ্টি সাথে চা আর প্রিয় গানটা
এইতো কিছুদিন ধরে অবিরাম বৃষ্টি চলছে, যখন তখন বৃষ্টি নেমে আসছে। এই বৃষ্টির বিষয়বস্তু দেখলেই কিছু অতীতের স্মৃতি কথা মনে পড়ে যায়, আমি যখন প্রথম ঢাকায় এসেছিলাম তখন একটা ছোটখাটো চাকরি করতাম কিন্তু চাকরির মাঝখানে যে সময়টা আমি ফ্রি থাকতাম বেশিরভাগ সময় দেখা যেত বারান্দায় বসে চা খেতাম এবং বৃষ্টি উপভোগ করতাম, সেই সময়টা সত্যিই অসাধারণ ছিল।
আবার মাঝেমধ্যে দেখা যেত যখন কলেজ কিংবা ভার্সিটি থাকত না, তখন মাঝেমধ্যে বৃষ্টিতে ভিজে ভিজেই বৃষ্টি উপভোগ করতাম এবং মাঝে মাঝে বারান্দায় বসে চা খেতাম বৃষ্টি উপভোগ করতাম সাথে পছন্দের প্রিয় গানটি বাজিজিয়ে দিতাম। আহা কি চমৎকার একটা অনুভূতি! যেটা হয়তো সহজে এভাবে করে বললে কিংবা অনুভব করলে অনুভব ভালোভাবে করতে পারবেন না। তারাই এই বিষয়গুলো ভালোভাবে অনুধাবন করতে পারবেন যারা বাস্তবে এই সময় গুলো এভাবে কাটিয়েছেন।
কিছুদিন ধরেই অনেক গরম পড়ছিল এবং এই গরমের মধ্যে বৃষ্টি আমাদের স্বস্তি এনে দেয়, সেই সাথে মনের শীতলতায় ভরে দেয় এই বৃষ্টির শীতলতা। সবমিলিয়ে বৃষ্টি আমাদের আনন্দ দেয়, সেই সাথে মনের আবেগ পূরণের একটি সুযোগ করে দেয়। আপনারা কি মনে করেন তা অবশ্যই মন্তব্যে জানাবেন আজকের মত এখানে শেষ করছি আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।