নতুন বছরটা সবার ভালো কাটুক ❤️🌸
এইতো আর একদিন পরেই নতুন বছরের শুরু। নতুন বছরের সাথে শুরু হয়ে আমাদের নতুন স্বপ্ন। এই নতুন স্বপ্ন নিয়েই আগামীর পথ চলা। একটার পর একটা বছর কেটে যাচ্ছে কিন্তু অনেকেই নিজের স্বপ্নের পৌঁছাতে পারছেন না। আবার কেউ কেউ গত বছরে নিজের স্বপ্নে পৌঁছে গেছেন। কিন্তু আমি বর্তমানে নতুন একটি স্বপ্ন দেখছি, আশা করছি ২০২৫ সালেই সেই স্বপ্ন পূরণ হবে, পূরণ হবে আমার ইচ্ছে গুলো এবং ভালো থাকুক ২০২৫ সালে বেঁচে যাওয়া মানুষগুলো।
প্রত্যেকটি বছর শুরুর সাথে সাথে নতুন করে স্বপ্ন দেখতে থাকি। গত বছরের থেকে অভিজ্ঞতা নিয়ে সামনের বছরগুলো কিভাবে ভালো কাটানো যায় সেটাই সব সময় চেষ্টা করি। কিন্তু কেউ সেটাতে সফল হই আবার কেউ সেটাতে বিফল হয়ে যাই। কিন্তু সব মিলিয়ে আমাদের এই জীবন। এই জীবনকে সব সময় ভালোভাবেই কাটাতে হবে, ভালোভাবেই বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। তাই আমাদের দরকার সেই সমাজের সুশাসন এবং নিজেকে একজন সৎ মানুষ হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা।
ভালো থাকুক সে সকল মানুষেরা যারা আমাদের আশপাশে রয়েছে। যারা আমাদের ভালো চায় এবং নিজেকে সৎ মানুষ হিসেবে এই সমাজে প্রতিষ্ঠিত করতে চাই। আসছে বছরে সেসব মানুষের সকল স্বপ্ন পূরণ হোক এটাই সৃষ্টিকর্তার কাছে অকুল প্রার্থনা। হয়তো কিছু মানুষের ফেলে আসা বছরটা খুব একটা ভালো কাটে নি, হয়তো কারো কারো স্বপ্ন ভেঙে গেছে। তবে আমি বিশ্বাস করি নতুন বছর শুরু হবে নতুন স্বপ্ন নিয়ে। সেই বছরে যারাই প্রবেশ করবে তারাই ভালো কিছু করবে এবং ভালোভাবে বেঁচে থাকা থাকতে শিখবে, হয়তো নিজের জন্য কিংবা নিজের পরিবারের জন্য। যাই হোক নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি।