পুরুষে জেদ


storm-3041241_1920.jpg

Source

পুরুষ একবার জেদ ধরলে, তার শখের নারী থেকেও মুখ ফিরিয়ে নিতে পারে। পুরুষের ঘৃণা নারীর চিন্তা ধারার বাহিরে। পুরুষের জেদ এমন একটি বিষয় যেটা হয়তো অনেক নারীরা ভালোভাবে অনুধাবন করতে পারে না। পুরুষদের এমন ভয়ানক একটি বিষয় তারা চাইলে পৃথিবীর সবকিছু ছেড়ে দিতে পারে কিন্তু সে নিজের জেদ থেকে কখনোই করে আসতে পারে না।

হোক না সেই নিজের সখের নারী। যে এই নারীর জন্য সে প্রতিদিন সময় করে আর তার জন্য অপেক্ষা করত তাকে এক নজর দেখার জন্য। হাজারো চেষ্টা করত তার সাথে কথা বলার জন্য, আকুল আগ্রহে বসে থাকতো। কিন্তু সেই নারী যখন কোন একটা পুরুষকে হার্ড করে কিংবা পুরুষের আত্মসম্মানে হাত দেয় তখন তারা সবকিছু এবং আত্মসম্মানকে রক্ষা করার জন্য পৃথিবীর সমস্ত কাজ করে ফেলতে পারে।

পুরুষেরা অসম্ভব ভালবাসতে পারে তাদের ভালোবাসার মধ্যে একটি মায়া কিংবা মহব্বত এই বিষয়গুলো অনেকটা বেশি থাকে। একটি নারীর তুলনায় কারণ আমি নিজেও একজন পুরুষ এবং এই বিষয়ে অনেক ভালোভাবেই অনুধাবন করতে পারি। কিন্তু সেই ভালোবাসাকে ঘৃণায় রূপান্তর করতে নারীর কয়েকটা কথাই যথেষ্ট বলে আমি মনে করি। ইতিহাস সাক্ষী রয়েছেন কোন পুরুষের জেলের কাছে কখনই কোন নারীর আর জয়ী হতে পারেনি এবং কোন পুরুষ যদি কোন নারীকে ঘৃণা করে, তাহলে কখনোই সে ঘৃণাকে ভালোবাসায় রূপান্তর করা যায় না। আপনারা কি মনে করেন তা অবশ্যই মন তাদের জানাবেন ধন্যবাদ সবাইকে।।

ABB.gif