শহরের সোডিয়াম নিয়ন
জীবনে চলার পথে কতই না অভিজ্ঞতা অর্জন করি, কতই না সময় বন্ধু-বান্ধবের সাথে নষ্ট করি আবার কত সময়ে বন্ধু-বান্ধবের সাথে গ্রুপ স্টাডি করে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করার চেষ্টা করি। কিন্তু দিনশেষে একটা দীর্ঘশ্বাস থেকেই যায়। আমরা জীবনে উন্নতি করার জন্য যাতে পরিকল্পনা করি না কেন মাঝেমধ্যেই সেই পরিকল্পনা অনুযায়ী আমাদের কাজগুলো সঠিকভাবে করা হয়ে ওঠে। তখন দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই থাকেনা এবং তখন দীর্ঘশ্বাসের সাথে সঙ্গী হয় রাস্তার সোডিয়াম লাইট।
যখন ঢাকা শহরে প্রথম আসলাম তখন আশেপাশে কোন কিছুই চিনতাম না। কোন কিছুই জানতাম না,শুধুমাত্র অচেনা শহরে অচেনা মানুষদের ভিরে হারিয়ে যেতাম বারবার। সে সময়গুলোতে রাস্তার সোডিয়াম লাইট আমাকে অনেকটাই সহায়তা করেছে। শুনতে অবাক লাগলেও এটাই চরম সত্য। এমন অনেকদিন হয়েছে অফিস থেকে বের হয়ে রাস্তার সোডিয়াম লাইটের নিচে নিজের জীবন নিয়ে চিন্তা করেছি। নিজের বর্তমান অবস্থান এবং অতীতের অবস্থান নিয়ে চিন্তা করেছি এবং আমি যদি সেভাবেই কাজ করে যাই তাহলে আমার ভবিষ্যতে কি হতে পারে কোন কোন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে সেসব বিষয়গুলো রাস্তার এই সোডিয়াম লাইটের নিচে বসে চিন্তা করেছিলাম।
আজ কোন এক কাজে সেই আগের স্থানে গিয়েছিলাম এবং যেখানে বসে বসে এসব চিন্তা করতাম সেই জায়গাটা কেন জানি হঠাৎ করেই চোখে ভেসে উঠলো। তাই চিন্তা করলাম এই বিষয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করে নেই। যাইহোক আপনাদের কি কোন এরকম স্থান রয়েছে এসব স্থান দেখলেই আপনার অতীতের কিছু কথা মনে পড়ে যায়। তাহলে অবশ্যই মন্তব্য জানাতে পারেন। আজকের মত এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।