সততার মৃত্যু নেই

honesty-2730365_1920.png

Source

কথায় আছে সত্য কখনো চাপা থাকে না। অর্থাৎ সত্য কথা এক না একদিন সবার সামনে উন্মোচিত হবে এবং যেই মানুষটা সত্তের সাথে এগিয়ে যাচ্ছে তিনি অবশ্যই এই সমাজের কাছে প্রাধান্য পাবে। কিন্তু আমাদের চারিপাশে বর্তমানে খারাপ লোকের পরিমাণ এত বেশি বৃদ্ধি পেয়েছে এতে করে কে মানুষ ভালো কে খারাপ মানুষ এই বিষয়গুলো আমরা অনেকেই বুঝে উঠতে পারিনা। এটাই সাধারণত বিষয় বর্তমানে এই মানুষের ভিড়ে সৎ মানুষেরা দিন দিন হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে তাদের সততা গুলো। কিন্তু আমি ব্যক্তিগতভাবেই মনে করি তারা কখনোই হেরে যাচ্ছে না বরং তারাই সত্যের পথে অবিরাম হেঁটে চলেছে।

আমি আমার ছোট্ট জীবনে যতটুকু এই সমাজকে দেখেছি আর তার থেকে মনে হচ্ছে, আসলে ভালো মানুষের তুলনায় এই পৃথিবীতে আর কিছুই গুরুত্বপূর্ণ না। আমরা বিভিন্ন সময় মুভিতেও দেখে থাকি, একটি মানুষ তার সততার জন্য সবকিছু বিসর্জন দেয়। কত কষ্ট স্বীকার করে। এই সমাজের কাছে লাঞ্ছিত হয় তারপরও সেই মানুষটা সততার পথ থেকে কখনো সরে যায় না। এটাই হচ্ছে সততার মূল পরিচয় এবং এ সকল মানুষেরা কখনোই মৃত্যুবরণ করেনা, শুধুমাত্র তাদের শরীর বদলায়, ব্যক্তিগতভাবে এটাই আমি মনে করি।

এছাড়াও আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের আশেপাশের সৎ মানুষ আছে জন্যই আমাদের এই পৃথিবীটা এখন পর্যন্ত টিকে আছে তা না হলে হয়তো পৃথিবী কোন একদিন ধ্বংস হয়ে যেত। এটাও বিভিন্ন ধরনের ধর্মগ্রন্থ রয়েছে যখন পৃথিবীতে কোন সৎ ব্যক্তি থাকবে না তখন পৃথিবী ধ্বংস হবে। এই বিষয়গুলো আমাকে অনেক ভাবায়, আপনারা কি মনে করেন এই বিষয়গুলো নিয়ে? তা অবশ্যই মন্তব্যে জানাতে পারেন। আজকের মত এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Sort:  
 10 hours ago 

খারাপের মাঝেও সৎ মানুষদের অবস্থান আছে বিধায় এখনো পৃথিবী টিকে আছে। তবে এটাও বড় সত্য যে, সত্য কখনোই চাপা থাকে না একদিন না একদিন প্রকাশ পাবেই। আর এটাও বড় সত্য যে সৎ মানুষ এবং ধর্মভীরু মানুষ যেদিন পৃথিবী থেকে সম্পূর্ণরূপে বিলুপ্ত হবে সেই দিনেই পৃথিবী ধ্বংস হবে।

 8 hours ago 

এটা সত্যি বলেছেন ভালো মানুষ এই পৃথিবীতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়। আমরা যত যাই বলি না কেন সততার আলাদা মূল্য রয়েছে। সত্য এমন একটা বিষয় যে কখনো লুকিয়ে রাখা সম্ভব নয়। অনেক সুন্দর একটি প্রশ্ন আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।