শীত চলে এসেছে আর আর আপনি বাড়ি চলে গিয়েছেন। আসলেই শীতের সময় নিজের বাড়িতে থাকতেই মজা লাগে। ঢাকায় তো এখনো শীত পরেনি সেটা তো দেখেই গেলেন। নিজের শহরটাকে সবসময় একটু বেশি ভালো লাগে আর বগুড়া শহরটা আপনার বর্ণনা শুনে বোঝা যাচ্ছে ছিমছাম সুন্দর একটি শহর। বগুড়ার দইয়ের কথা নাইবা বললাম। এটার আসলেই অনেক নাম শুনেছি খেতেও ভালো। যে কোন জায়গারই জ্যাম ভালো লাগেনা জ্যামের কারণে তো রাস্তায় বের হতে ইচ্ছা করে না। সাবধানে থাকবেন ভাইয়া সুন্দরভাবে সময় গুলো কাটান সেই দোয়াই করি।
বন্ধুর বিয়ের জন্যই এসেছিলাম আপু। বেশ ভালো কিছু সময় অতিবাহিত করলাম। সব থেকে ভালো লাগলো বাড়িতে এসে শীতকালীন সবজি খেতে। ঢাকা গেলে খুব মিস করব এটা। ভালো থাকবেন আপু। অনেক ধন্যবাদ।