আপনার প্রথমে লেখা টুক পড়েতো মনে করেছি করোনা হয়েছে যাক ফলাফল নেগেটিভ এসেছে শুনে ভালো লাগলো। আর দাদা আপনার শরীর খারাপ আপনি একটু ঠিকমত খাওয়া দাওয়া করেন নিজের খেয়াল রাখবেন। ছোটবেলায় এ ধরনের ভিউ কার্ড গুলো মনে হয় কমবেশি সবাই কিনতো আমিও কত কিনেছি আমার গুলো বাসায় এখনো আছে। আপনার ভিউ কার্ডের সাইজও দেখছি মনে আছে। ভাগ্যিস ম্যাজিকটি আপনি শেষ পর্যন্ত শিখেছিলেন এবং আমাদেরকেও শিখালেন তা না হলে আমার তো শুধুমাত্র মাথার ভিতরে ঘুরপক্ষ খেত যে এটা কি করে সম্ভব। দাদা এটা আপনি কি করলেন আপনার সহপাঠীনি কি লিখেছিল সেটা তো আমরা জানতে পারলাম না আপনি তো একা একাই লজ্জায় লাল হয়ে গেলেন।