একটি ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ7 months ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



Polish_20241005_193828361.jpg


আজকে আবার আপনাদের সামনে নতুন একটি ম্যান্ডেলা আর্ট নিয়ে হাজির হলাম । ম্যান্ডেলা আর্ট গুলো যতই করি ততই কিন্তু করতে ভালো লাগে । যদিও সময় নিয়ে করতে হয় তবে আঁকার পরে জিনিসটা অনেক বেশি সুন্দর ও আকর্ষণীয় লাগে ।আজকে যখনই আর্টটি করতে যায় তখন কিছু দূর করার পরে কলমের কালি শেষ হয়ে গেল । আর একটু ডিপ কালার করে করতে হয়তো বা ভালো লাগতো কিন্তু কলমের কালি শেষ হওয়ার কারণে হালকা কলম দিয়ে করেছি তারপরও দেখতে কিন্তু ভালই লাগছে । আর আর্টটি করতে আমার অনেক বেশি সময় লেগেছে । আর্টটি দেখলেই বুঝতে পারবেন ভেতরে কত মাপ দিয়ে জিনিসগুলো করতে হয়েছে । প্রথমে একটা আঁকার পরে মাপ ঠিক হয়নি পরে আবার নতুন করে আঁকতে হয়েছে । এজন্য সময়টা একটু বেশি লেগেছে তবে আঁকার পরে কিন্তু ভালো লেগেছে ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

স্কেল
পেন্সিল
কম্পাস
ইরেজার
কালোকলম

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20241005_125416.jpg20241005_125404.jpg
20241005_125352.jpg20241005_125331.jpg

প্রথমে ৫ সেন্টিমিটার মাপ দিয়ে মাঝখানে একটি দাগ দিয়ে দাগের মাঝখান থেকে দুই পাশ সমান করে একটি বৃত্ত এঁকে নিয়েছি । তারপর বড় মাঝের দাগ সমান করে সাইডে কম্পাস দিয়ে দাগ দিয়ে নিয়েছি । এরপর ছোট একটা ঘরের মাপ দিয়ে চারপাশ দিয়ে কম্পাস দিয়ে দাগ দিয়ে দেখুন চিহ্ন দিয়ে নিচ্ছি ।

20241005_125244.jpg20241005_125232.jpg
20241005_125220.jpg20241005_125146.jpg

চিহ্নগুলো দেয়া হয়ে গেলে মাঝখান থেকে দাগ দিয়ে কোনা করে দাগ দিয়ে নিয়েছি । তারপর চারপাশ থেকে দাগ দিয়ে সবগুলো দাগ মিলিয়ে দিয়েছি । এরপর এক সাইডে কোনা থেকে কম্পাস ধরে ঘুরিয়ে ঘুরিয়ে এঁকে নিচ্ছি ছবিতে দেখতেই পাচ্ছেন । একই রকম ভাবে চারপাশে এঁকে নিয়েছি । এরপর পেন্সিল দিয়ে আঁকা হয়ে গেলে পেন্সিলের দাগের উপর দিয়ে কলম দিয়ে দাগিয়ে নিয়েছি । তারপর মাঝের অংশটুকুর দাগ ইরেজার দিয়ে মুছে দিয়েছি । এরপর দেখুন এক সাইড কালো কলম দিয়ে কালো করে দিয়েছি এবং অন্য সাইডে চিহ্ন রেখেছি যাতে ওই ঘরটা পূরণ করতে পারি ভুল না হয়ে যায় ।

20241005_125118.jpg20241005_125107.jpg
20241005_125056.jpg20241005_125039.jpg

এরপর দুই সাইড কালো কলম দিয়ে দাগিয়ে ভরা হয়ে গেলে অন্য যে ফাঁকা ঘর ছিল সেগুলো মাঝখানে ছোট ছোট করে কিছু দাগ দিয়ে নিয়েছি । সবগুলোর পাশেই ডাবল দাগ দিয়ে নিয়েছি । এরপর একটু একটু করে ডিজাইন করতে শুরু করেছি ।

20241005_125011.jpg20241005_124957.jpg
20241005_124942.jpg20241005_124926.jpg

এরপর ডিজাইন করতে করতে এক সাইডের অংশ পুরো ভরে দিয়েছি । তারপর একই রকম ভাবে অন্য সাইডটাও দাগিয়ে দাগিয়ে ডিজাইন করে নিয়েছি । এই ডিজাইনগুলো করতেই সময় লাগে তারপরও কিন্তু করতে ভালই লাগে ডিজাইনগুলো আমার কাছে । করতে করতে আর্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে ।এরপর সুন্দরভাবে ছবি তুলে নিয়েছি ও আমি আমার নাম লিখে নিয়েছি ।

20241005_124847.jpg20241005_124830.jpg

20241005_124817.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png *** VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 7 months ago 

কলমের কালি শেষ হয়ে যাওয়ার পরেও আপনি অনেক সুন্দর করে হালকা কালারের কলম ব্যবহার করেছেন দেখে ভালো লাগলো। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আপু। আপনার আর্ট আমার অনেক ভালো লেগেছে। দারুণ হয়েছে আর্ট।

 7 months ago 

কি করবো কিছু দূর করার পরে কলমের কালি শেষ হয়ে গিয়েছিল তাই আস্তে আস্তে করতে হয়েছে হালকা দিয়েই ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 months ago 

আপনি একদম ঠিক বলেছেন আপু যেকোনো জিনিস অনেক সময় এবং ধৈর্য নিয়ে করলে অনেক সুন্দর হয়। আর ম্যান্ডেলা আর্ট গুলো এমনিতেই অনেক সময় লাগে। আপনি আজকে দারুন একটি আর্ট আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ম্যান্ডেলা আর টি দেখতে অনেকটাই থ্রিডি আর্টের মত। ভীষণ ভালো লাগলো আপু আপনার আর্ট ধন্যবাদ।

 7 months ago 

এজন্য আমি সব সময় কোন কিছু করলে একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে করার চেষ্টা করি ।

 7 months ago 

ঠিক বলেছেন আপু আপনার করা আর্ট দেখে বোঝা যাচ্ছে ভিতরে কতটা মাপ দিয়ে আর্ট টি করতে হয়েছে। এই ধরনের আর্ট গুলো করতে অনেক বেশি সময়ের প্রয়োজন। আপনারা করা আর্ট টি দেখতে অসাধারণ হয়েছে আপু।খুব ধৈর্য সহকারে আর্ট টি করেছেন তা দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 7 months ago 

সময় নিয়ে করেছি দেখে একটু সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেয়েছি আপু ।

 7 months ago 

যে কোন কাজ সময় এবং ধৈর্য নিয়ে করলে সেটি ভালো হতে বাধ্য।ঠিক যেমন আজকে আপনি অনেক সময় ব্যয় করে এবং ধৈর্য ধারণ করে এত সুন্দর একটি ম্যান্ডেল আর্ট করেছেন।এক কথায় চমৎকার হয়েছে দেখতে।একদম নিখুঁত হয়েছে আপনার তৈরি এই ম্যান্ডেল আর্ট।

 7 months ago 

একদম ঠিক বলেছেন ধৈর্য ও সময় দুটি নিয়ে করলে ভালো একটি জিনিস উপহার দেওয়া যায় ।

 7 months ago 

ঠিক বলেছেন আপু এই আর্টগুলো অনেকটা সময় নিয়ে করতে হয় আর সময় নিয়ে করতে হয় বলেই দেখতে এত সুন্দর দেখায়। আমার কাছেও এ ধরনের আর্ট করতে খুব ভালো লাগে। আপনি আজকে খুব সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করেছেন। এই আর্ট গুলো সঠিক মাপ দিয়ে করতে না পারলে দেখতে সুন্দর দেখায় না। যাই হোক আপনার অনেকটা সময় লেগেছিল দেখেই বোঝা যাচ্ছে। খুব সুন্দর ভাবে সম্পূর্ণ আর্ট ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 7 months ago 

একদম তাই সঠিক মাপ দিয়ে করার কারণে সময়টা আমার একটু বেশিই লেগেছিল ।

 7 months ago 

অনেক সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনি তো দেখছি থ্রিডি পদ্ধতি ব্যবহার করে ম্যান্ডেলা আর্ট তৈরি করেছেন। এটা দেখতে আসলেই অনেক সুন্দর লাগছে।

 7 months ago 

আমার ম্যান্ডেলা আর্ট আপনার কাছে অনেক সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো ।

 7 months ago 

আসলে এই আর্ট আমার কাছে থ্রিডি টাইপের আর্ট মনে হচ্ছে। এছাড়াও এই আর্ট আঁকার পদ্ধতিটি আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। এত সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 7 months ago 

সবকিছু মিলিয়ে আমার আর্টটা আপনার কাছে থ্রিডি টাইপের মনে হয়েছে দেখে ভালো লাগলো ।

 7 months ago 

এই মেন্ডেল আর্টটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এত দক্ষতার সাথে সুন্দর ভাবে চিত্রটি আমাদের মাঝে শেয়ার করলেন। দেখে ভালো লাগলো।

 7 months ago 

আমার ম্যান্ডেলা আর্ট আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো ।