You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৯২
স্বপ্নগুলো জমে থাকে,
পড়ে থাকি স্বপ্নের মায়ায়।
দিনশেষে হারিয়ে যাই,
খুঁজে পাই না নিজের ছায়া।
স্বপ্নগুলো দুঃস্বপ্ন হয়ে,
জেগে বসেছে জীবনে।
কষ্টগুলো বিবর্ণ রঙে,
পরিণত হয়েছে এ মনে।
দুঃখগুলো কঠিন হয়ে,
গেঁথে গেছে হৃদয়ে।
ভালোবাসা হারিয়ে গেছে,
খুঁজে পাই না জীবনে।