এত মজাদার স্যান্ডউইচ দেখেই তো আমার অনেক লোভ লাগলো। স্যান্ডউইচ খেতে আমি অনেক পছন্দ করি। আপনি অনেক মজাদার ভাবে এটা তৈরি করেছেন। আপনার ছেলে নিশ্চয়ই অনেক মজা করে খেয়েছিল এই স্যান্ডউইচ। আরএফএল থেকে স্যান্ডউইচ মেকার না পেলেও অন্য দোকান থেকে কিনেছেন দেখে ভালো লাগলো।