আসলে লোভ মানুষকে অন্ধ করে দেয়। আর একটা মানুষ যেটার জন্য অনেক বেশি লোভ করে, সেটা পাওয়ার জন্য সবকিছুই করতে পারে। এমনকি কাউকে মেরে ফেলতে ও তাদের হাত কাঁপে না। মানুষের মধ্যে এখন লোভটা অনেক বেশি রয়েছে। তবে নিজের লোভকে অবশ্যই নিয়ন্ত্রনে আনতে হবে। আমাদেরকে এটা মনে রাখতে হবে, লোভে পাপ পাপে মৃত্যু।