আপনার বেদানার এই আর্ট দেখে আমি তো প্রথমে মনে করেছিলাম, এটা হয়তো সত্যিকারের একটা বেদানা হবে। কিন্তু টাইটেল দেখে বুঝতে পেরেছি, আপনি সুন্দর করে একটা বেদানার আর্ট অঙ্কন করেছেন। আপনার আজকের এই আর্ট একেবারে দুর্দান্ত ছিল। যার প্রশংসা তো করতেই হচ্ছে। এরকম সুন্দর আর্ট গুলো দেখতেও অনেক ভালোলাগে আমার কাছে। কালার কম্বিনেশন টা অনেক সুন্দর ছিল।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উসাহিত করার জন্য।