You are viewing a single comment's thread from:

RE: পোস্ট || সময়ের অপব্যবহার:

in আমার বাংলা ব্লগlast year

সবকিছু হারালেও ফিরে পাওয়া যায়। কিন্তু সময় হারালে কখনোই ফিরে পাওয়া যায় না। এত দূর থেকে এসে একটা সিগারেট খাওয়ার বিষয়টা আমার কাছে কিন্তু একেবারে বাজে স্বভাব বলে মনে হয়েছে। সিগারেট খাবে তো ভালো কথা তাহলে দোকানে অথবা আশেপাশে কেন খেলো না। আসলে যে সময়টা আমাদের কাছ থেকে চলে যায়, পরবর্তীতে আমরা সেই সময়ের জন্য অনেক আফসোস করে থাকি। তিনি দোকানে থাকলে হয়তো একটা কাস্টমার হলেও আসতো। এরকম সময়ের অপব্যবহার করা ব্যক্তিদের আমার একেবারেই পছন্দ না।

Sort:  
 last year 

ঠিকই বলেছেন আপু।