আসলে কেউ কিন্তু ইচ্ছে করে কারো খারাপ চায় না। তবে যদি কারো কষ্ট হয় তাহলে কিন্তু সে কিছু বললে অনেক সময় সেটা লেগে যায়। এখানে দেখছি তেমনি হয়েছে। আমেনা আসলে অনেক বেশি কষ্ট করেছে। সৎ মা হলেই আর কোন শান্তি নেই। সৎ মায়েরা কেন যে দেখতে পারে না এটাই বুঝিনা। কিন্তু আমেনা আল্লাহর কাছে কান্নাকাটি করতে বলেই হয়তোবা এমন হয়েছে। তবে এইভাবে বলা কখনোই ঠিক নয়। শহীদুল্লাহ মৃত্যুটা সত্যিই অনেক দুঃখজনক ছিল। আপনি খুব ভালো লিখেছেন আপু।
অভিশাপ টা এমন জিনিস আপু কারো দীর্ঘশ্বাস কারো চোখের পানি খুব সহজেই লেগে যায় আল্লাহর আরসে।