RE: কালী পুজোর কিছু আলোকচিত্র ( পর্ব ১৫ )
দাদা দেখতে দেখতে কালীপুজোর পনেরোটা পর্ব শেষ হয়ে গিয়েছে। আর ১৫ টা পর্বের মধ্যে থেকে প্রত্যেকটা পর্ব আমি দেখেছি দাদা। প্রত্যেকটা পর্বের মাধ্যমে ভিন্ন ভিন্ন স্থানের প্যান্ডেলের আলোকচিত্র দেখতে পেরে সত্যি খুব ভালো লেগেছে। দাদা আজকে আপনি মধ্যমগ্রামের বসুনগর এর দিকের একটা প্যান্ডেলের আলোকচিত্র শেয়ার করেছেন দেখে আমি তো জাস্ট মুগ্ধ হয়েছি। বিশেষ করে ডেকোরেশন টা এত সুন্দর করে সাজানো হয়েছে দেখেই তো আমি মুগ্ধ। এরকম সুন্দর ডেকোরেশন করলে দেখতে ভালো তো অবশ্যই লাগবে। লাইটিং টা জাস্ট অসাধারণ ছিল। প্রথম ফটোগ্রাফি গুলো দেখেই তো আমার কাছে খুব ভালো লেগেছে। অন্য ফটোগ্রাফি গুলোর মধ্যে ভেতরের আরো অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখলাম। বিশেষ করে মাকড়সার জালের মধ্যে কয়েকটা মূর্তি সাজানো হয়েছে এটা বেশি সুন্দর লেগেছে। সময়ের চক্রের যে উপস্থাপন টা করেছে এটাও খুব ভালো লেগেছে। দাদা মায়ের মূর্তির এরকম দৃশ্য আমি আজকে প্রথমবারের মতো দেখেছি বলে মনে হচ্ছে। কারণ আগে কখনো এতগুলো মাথাওয়ালা এবং এতগুলো হাতা ওয়ালা মায়ের মূর্তি আমি দেখিনি। এই দৃশ্যটা তো ছিল একেবারে দুর্দান্ত। সত্যি দাদা এই প্যান্ডেলের আলোকচিত্রগুলো আমি যত দেখছি আমার কাছে তত ভালো লাগতেছে। সুন্দর সুন্দর প্যান্ডেলের আলোকচিত্র পরবর্তীতেও দেখার জন্য অপেক্ষায় থাকলাম দাদা।