দাদা এই মুভি টার পুরো কাহিনী আমার কাছে সত্যি খুবই ভালো লেগেছে। আমি মুভি দেখতে অনেক বেশি পছন্দ করি। আর মুভি গুলোর রিভিউ পোস্ট পড়তেও আমার কাছে খুব ভালো লাগে। তবে এখন ব্যস্ততা অনেক বেশি বেড়ে গিয়েছে বলে মুভি দেখা হয় না। এরকম মুভি গুলো খুবই কম দেখা হয় আমার। কিন্তু আপনার রিভিউর মাধ্যমে এই ধরনের মুভি গুলোর রিভিউ পড়তে ভালো লাগে। "ভুজ: দ্যা প্রাইড অফ ইন্ডিয়া"এই মুভিটার পুরো কাহিনী আপনি রিভিউর মাধ্যমে সুন্দর করে তুলে ধরেছেন। ইতিহাস ভিত্তিক একটা মুভি ছিল দেখে আমার কাছে কাহিনীটা বেশি ভালো লেগেছে। ১৯৭১ সালের অনুকরণে তৈরি করা হয়েছে এই মুভিটাকে, এটা বুঝতে পারলাম পুরো মুভিটা পড়ে। ওয়েস্ট পাকিস্তান যদি রাজত্ব করত তাহলে এখন সব মানুষকেই উর্দু ভাষায় কথা বলতে হতো। তবে ওয়েস্ট পাকিস্তানকে হারিয়ে দেওয়া হয়েছিল। ইন্ডিয়া ইস্ট পাকিস্তানকে অনেক বেশি সাহায্য করেছিল সেই সময়টাতে। ইস্ট পাকিস্তানের নতুন নামকরণ দেয় বাংলাদেশ। আর এই বাংলাদেশ অনেক যুদ্ধের পর হয়েছে। দাদা নতুন আরেকটা মুভির রিভিউ আশা করছি শীঘ্রই শেয়ার করবেন।