You are viewing a single comment's thread from:

RE: সন্তান আপনার, মানুষ করার দায়িত্ব কার?|| Human attitude starts from born. Can you continue through life?

in আমার বাংলা ব্লগ2 years ago

আসলে আমরা যদি চারা গাছের মতো করে নিজের সন্তানকে সঠিকভাবে মানুষ করতে পারি, তাহলে সে একজন সুনাগরিক হয়ে উঠতে পারবে। আমাদের যাদের সন্তান রয়েছে সবারই উচিত নিজের সন্তানকে, একজন মানবিক মানুষ এবং সুনাগরিক মানুষ হিসেবে তৈরি করা। হয়তো যাদের সন্তান নেই তারা আল্লাহর কাছে প্রতিনিয়ত একটা সন্তান কামনা করে কিন্তু তারা পায় না। আল্লাহ খুশি করে যাকে চায় তাকেই সন্তান দেয়। এখন তো মোবাইলের কারণে অনেক সন্তান বেশিরভাগ নষ্ট হচ্ছে। এসব কিছুর থেকে দূরে রাখাই ভালো।