You are viewing a single comment's thread from:
RE: গল্প:কিছু ভুল সিদ্ধান্ত। (প্রথম পর্ব)
আপনার লেখা কিছু ভুল সিদ্ধান্ত গল্পটি পড়ে খুবই ভালো লেগেছে আমার কাছে। অন্তি পড়ালেখায় তেমন পারদর্শী না। তবে মোবাইলের প্রত্যেকটা বিভিন্ন রকম এপ্স চালানোর প্রতি অনেক পারদর্শী বুঝতেই পারছি। ফেসবুকে এরকম একটা ছেলের সাথে কথা বলতে বলতে ফ্রেন্ডশিপ করে নেয়। আস্তে আস্তে যদিও সে ছেলেটাকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু ছেলেটি ছিল অন্তির থেকে আরও অনেক বেশি মর্ডান এবং সে আরো অনেক মেয়ের সাথে ঘোরাফেরা করতো। এরপর অন্তি তার কাজিন এর সাহায্য নেয়। শেষে যখন তার বাবা-মা কিছুটা বুঝতে পেরেছিল তার পরিবর্তন দেখে, তাই ওনারা বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজতে থাকে। আরো অনেক কষ্টের ছেলেটার সাথে অন্তির দেখা করায়। সে একটু একটু রাজি ছিল আবার রাজিও ছিল না। পরবর্তীতে কি হবে তা দেখার জন্য অপেক্ষায় থাকলাম।