জ্যাম এর কারণে কোথাও যাওয়াই যায়না। আর রোজার সময় হলে তো অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। আমার তো এই রোজার সময় কোথাও যেতে ইচ্ছে করে না বিশেষ করে গাড়িতে করে। হঠাৎ করে জ্যাম কোথায় লেগে যায় ওটাও বলা যায় না। আর বাচ্চারা যদি এরকম জ্যামের ভেতরে গাড়িতে বসে থাকে তাহলে একেবারে ঘামিয়ে অবস্থা শেষ হওয়ারই কথা। আপনার পাশে বসে থাকা বাচ্চাগুলোকে দেখে আপনার কাছে ভীষণ খারাপ লাগছিল দেখে বুঝতে পারছি। যাইহোক সম্পূর্ণটা খুবই সুন্দরভাবে লিখেছেন ভালো লাগলো এমনিতে।